রবিবার, ১০ জুন, ২০১৮

সরলতার চে' অস্ত্র নেই কোনো আর পৃথিবীর ।। অপাংশু দেবনাথ










সরলতার চে' অস্ত্র নেই কোনো আর পৃথিবীর


একটা তীর ঘুরে বেরাচ্ছে উত্তর থেকে দক্ষিণে
কিছু মিথ্যা কিছু সত্য তার গতির ভেতর স্পষ্ট
সন্দেহ শব্দটি লিখে দিয়ে পূবের আকাশ দেখে
কেউ,পশ্চিমেও অনেকের প্রখর নজর স্থির।

সে ওকে সন্দেহ করে আর, ও তাকে,রাখে টার্গেটে 
আমি সকলের মুখে দেখি, মনে মনে রোজ বলি
ওঁম্ সত্য,সুন্দর তুমিই।সূর্যের আলোর মতো।

সরল হয়ে ঠগে যেতেই পারি তোমার নিকটে।
ঘূর্ণমান তীর নিয়ে বুকে, বলো সত্যই সুন্দর,
সরলতার চে' অস্ত্র নেই কোনো আর পৃথিবীর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন