রবিবার, ১০ জুন, ২০১৮

যমরাজ খেয়েছেন ঘুষ ।। মনোজ জানা














যমরাজ খেয়েছেন ঘুষ
                                                           


যমরাজ খেয়েছেন ঘুষ—
দুধটা, সরটা, বনমধু... আঙুরের জুস।
প্রমাণপত্র সরিয়ে ফেলেছেন তিনি একা,
কিন্তু নির্ভুল চিত্রগুপ্তের লেখা
কয়েকদিন ধরে চিত্রগুপ্ত লোকটাই নিখোঁজ—
তলে তলে যা যা ঘটেছে লিখছিলেন রোজ।
সবেগে হাপর টানে অন্যায়ের ফুসফুস,
যমরাজ খেয়েছেন ঘুষ।

যারা প্রতাপশালী, ঠক, প্রতারক, ধূর্ত, ভণ্ড
যমরাজ তাদের হাতে তুলে দিয়েছেন রাজদণ্ড।
দুর্বল, বোকা-হাঁদা, সাধুর ঘাড়ে মই—
মহারাজ দেশে শান্তি কই?
ফাইলের নীচে যত কালোধন আছে গুপ্ত
পাই-টু-পাই লিখে রেখেছেন চিত্রগুপ্ত।
কর্মে জল, হিসেবে জল, --ধর্ম বিকল;
তাতে ক্ষমতাবান, নেতামন্ত্রী পাচ্ছেন সুফল।
তেলে যান চলে, ফাইল চলে... টেন্ডার মেলে;
স্নেহপদার্থ মসৃণ করে পথ বাধা ঠেলে ঠেলে।
যবকার্ড, অনুদান, অপরাধক্ষয়, সুচাকুরি মেলে; মেলে ভাতা—
যিনি পুষ্পমধু খান মৌচাকের কুঠিতে বসে, তিনি-ই বিধাতা।
কাগুজে গরিব এবং যথার্থ গরিবের মধ্যে ফারাক অনেকটা,
পচা মূষিকের মাংস খেয়ে সারাদিন মিছে ডাকে কাকটা।
চিত্রগুপ্তের দলিল লুকিয়ে রেখেছে কিছু লোভী, মিথ্যুক, কঞ্জুস—
যমরাজ খেয়েছেন ঘুষ।

মুখ খুলছেন না যমরাজ,
অন্যায়ের শামিয়ানায় আচ্ছন্ন গোটা সমাজ।
হাত পেতে আছেন—কখন কে দেবে দু-একটা লজেঞ্চুস—
যমরাজ খেয়েছেন ঘুষ।


                               

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন