সোমবার, ১১ জুন, ২০১৮

বেড়াজাল ।। নাসির ওয়াদেন












বেড়াজাল

         

কেটে বেড়িয়ে যাই

কেউ কেউ জড়িয়ে পড়ে মায়ার জালে
নেতিয়ে পড়া পুঁই শাকও একটু হলেও
মাথা তুলে দাঁড়াতে চায় --

চারিদিকে ষ্পর্ধার ঝড়ো হাওয়া বইছে
কবিকে কবি নয়
সত্যিকে মিথ্যে বলে
কত আদিখ্যেতা দেখি টিভির সাক্ষাৎকারে
নির্জলা  মিথ্যের চাতুরী --

প্রতিনিয়ত বেড়াজালে আটকে যাচ্ছি
সূর্যও আটকে থাকে মেঘের জালে
বৃষ্টিও পাথর হয়ে ঝরে
তবুও, সৌজন্যতা নিজেকে ফিকে করে
ভালবাসা ভাঙে শত গঞ্জনার মায়ার বেড়াজাল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন