সোমবার, ১১ জুন, ২০১৮

বাংশগাড়ি ।। আলম দীন













বাঁশগাড়ি

আমার সামান্য জমি,এরই পরে বাঁশগাড়ি প্রচণ্ড প্রতাপ,
কুলাবো কেমন করে নমনীয় দেহে এই বংশদণ্ড ঠাপ !
এবার রেহাই দাও,
ধরছি তোমার পাও
অন্তত থাকুক এই মুখে,নির্যাতনে শিউরে ওঠা ব্যগ্র প্রলাপ ।
কতো যে যুদ্ধ হলো ন্যায় আর অন্যায়ের,সমূহ-সমূহে বিপরীত
কে তবে বিজয়ী হলো আজতক,কোনো প্রমাণ বুঝিনি কিঞ্চিৎ;
রাজাই রাজত্ব করে,
অন্য রাজা অস্ত্র ধরে
এসবই তো চেষ্টামাত্র করে নিতে কুক্ষিগত ক্ষমতার ভিত ।
প্রতাপে প্রতুল ন্যায়,তাকে বাধ্য হয়ে ডেকে ফেলি বাপ,
আমি যে নিঃস্ব হয়ে জন্মিয়াছি,এ আমার জন্মগত পাপ;
আমি অসহায়
ক্ষমা করা যায় ?
অধিকার চাবো না কখনো আর,ক্ষমতা আমার অভিশাপ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন