কবিতা ।। বৃষ্টি।। সুশান্ত কুমার দে

কবিতা ।। বৃষ্টি।। সুশান্ত কুমার দে



















বৃষ্টি 
সুশান্ত কুমার দে 


ওরে ও বর্ষা, কালো মেঘটি কর ফর্সা 
নীল আকাশের জলরাশি করিস নে খরচা?
ঝকঝক  সাদা বক- যায় যাক পাহাড়ে
ধান চাল ঘরে নেই , যায় তাই আহারে!

মেঘ পরী কাছে এলে সূর্যটা যায় লুকিয়ে
ইলিক ঝিলিক বজ্রপাতে তালগাছটা পড়ে নুয়ে।
নদী নালা থৈ থৈ, কোলা ব্যাঙের হৈচৈ 
পুকুর থেকে ডাঙ্গায় ওঠে, লাফিয়ে চ্যাং ,কৈ 

বৃষ্টি রে আহা বৃষ্টি! অশুভ তোর দৃষ্টি 
নদী নালা ভেসে যায়, একী অনাসৃষ্টি!
বিদ্যুতের রোশনাই, খোকা ভীষণ ভয় পায় 
গুড়ুম গুড়ুম শব্দেই ভাতের হাঁড়ি ভেঙে যায়।

Post a Comment

নবীনতর পূর্বতন