আতিক আজিজ এর দুটি কবিতা।। poems by atiq aziz_kuasha

আতিক আজিজ এর দুটি কবিতা।। poems by atiq aziz_kuasha




আতিক আজিজ এর দুটি কবিতা 

**************

ক্ষোভের আগুন
 
মেঘবালিকা কি বিপন্ন আজ আমাদের চারপাশ 
পশুরাও আজ মানুষের অভিনয় করে। 

মানুষ দাঁড়াবে কোথায় 
পা রাখার কোন জায়গা নেই কোথাও 
অভিনয়ের পাগুলো মাটিগুলো দখলে রেখেছে
তোমার আমার হাঁটবার কোন জায়গা নেই।
 
ভণ্ডামী আর নষ্টামীর মুখগুলো 
আমাদের চারপাশে কিলবিল করছে। 
আমাদের বাগানের ফুলগুলো পাতাগুলো 
প্রান্তরের শস্যগুলো ঘাসগুলো
ওরা সব দখল ক'রে নেয়!
আমাদের ইতিহাস বদলে দেয়!
যেন আমাদের কিছুই করার নেই।
 
মেঘবালিকা এসো বিদ্রোহ করি 
তোমার আমার চারপাশে বারুদ ছড়াই 
অভিনয়ের নষ্ট শরীরগুলো ভস্ম করি-
এসো ক্ষোভের আগুনে চিরতরে। 


আকাশ বিভাজন

মাটি কত পুরোনো, কত
রক্তধূলি থেকে কুড়িয়ে এনেছি একটা বীজ
অন্ধকারে হাতড়ে হাতড়ে এনেছি 
চারদিকে দৃষ্টির এত শকুনবিস্তার 
একে লুকোবো কোথায়! 

শুধু এক আঁজলা জলের জন্য অপেক্ষা 
উড়নচণ্ডী হাতে তুমি জল দাও জল দাও 
একটা বীজের জন্য। 

আর একবার নিজের হয়েও 
সকলের জন্য হওয়া দরকার
তারপর পাথরের ভালোবাসায় ঘুমোতে যাবো
যাবো সন্ধ্যাযাত্রী হয়ে 
মাটির বিশ্বাসে রেখে যাবো আকাশ বিভাজন। 

Post a Comment

নবীনতর পূর্বতন