একগুচ্ছ কবিতা
নুসরাত সুলতানা
রাজহংসী
আপনাকে নিজের মগজে ও মননে পরম প্রশ্রয়ে, সসম্মানে স্থান দিয়েছিলাম।
আপনার সয়নি সে অমিয় যাপন।
গীটারের সুরকে আপনি বদলে
দিলেন বিউগলে।
আমিও হয়ে গেছি অচেনা আগন্তুক ।
যদি বলি ভুলে গেছি পুরোপুরি
তারচেয়ে ছোট মিথ্যা হবে-
সেদিন খালেদা জিয়ার কপালে শেখ হাসিনা চুমু দিয়েছে।
কিংবা সুচিত্রা সেনের একজন প্রেমিক জুটেছিল।
তাই অমন মিথ্যাচারে আমার রুচি নেই একেবারে।
বয়সী বটের প্রগাঢ় সবুজ পাতা দেখে
আপনাকে মনে পড়েছে।
মনে পড়েছে- ধবধবে শাদা দোলনচাঁপা দেখে।
শ্রেয়া ঘোষালের গান শুনে মনে পড়েছে
আপনার হাসিখুশি মাখা মুখচ্ছবি।
তাই বলে ভাববেন না সহচর-
আপনার কাছে আমি প্রেম ভিক্ষা চাইব।
নিজের সাথে আমার কেটে যাচ্ছে বেশ হর্ষ যাপন।
ভিক্ষাবৃত্তি ধনকুবের আদনান খাসেগী থেকে ছকিনা বেগম যার-যার সয়, সয়ে যাক।
আমার সয় না কোনোকালে।
আমি চিরকাল রাজহংসীর মতো এক আত্মম্ভরি প্রেমিকা
অভিশপ্ত বটবৃক্ষ
প্রবাহমান নদী আর মরা সাপের মতো নিস্তব্ধ রাতকে সাক্ষী রেখে বলছি
তোমাকে ভালোবেসেছিলাম।
সেই ভালোবাসা আমার মাসিক ঋতুবতী কালের তীব্র ব্যথার মতোই সত্য ছিল।
যেমন ভালোবেসেছিলাম আমার নারী জন্ম ও প্রসব বেদনাকে।
আজও যেমন ভালোবাসি শবনম মুসতারীর সুর, কাঠগোলাপের ঘ্রাণ আর বিপ্লবীর রক্ত।
কিন্তু কী জানো - ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে বড় বিপ্লব।
তারজন্য বিশুদ্ধ, নি: স্বার্থ হতে হয় - যা পৃথিবীর সিকিভাগ মানুষ ও পারেনি আজ অব্দি।
তারা ভালোবাসাকে কেবলই ব্যবহার করে নিজের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে।
ভালোবাসা অন্তত তোমার কাজ না..
আর আমি? আমি এক অভিশপ্ত বটবৃক্ষ
প্রেম আর যার জন্যই হোক আমার জন্য না..
উড়ুক্কু মন
ইচ্ছে হয় সুখে থাকি
তোর কপালে ঠোঁট রাখি
বুকের মাঝে লুকিয়ে থাকি
হয়ে যাই ভীরু হরিণী।
ইচ্ছে হয় উড়ে বেড়াই;
শালিক পাখির মতো
উড়ে উড়ে ঝরিয়ে দিই
আছে যত ক্ষত।
তোর আকাশে ইচ্ছে করে
এক টুকরো মেঘ হয়ে,
ইচ্ছেমতো বেড়াই ঘুরে
সকাল, বিকাল, সাঁঝে।
কি আসে যায় এই তো মোটে একটা জীবন
কাটিয়ে দিই হেসে খেলে সঙ্গী করে উড়ুক্কু মন।
| |||||||||||||||
| |||||||||||||||
একটি মন্তব্য পোস্ট করুন