গুচ্ছকবিতা।। প্রেমাংশু শ্রাবণ।। poems by premankshu shrabon--kuasha

 

গুচ্ছকবিতা
প্রেমাংশু শ্রাবণ 

ভৈরবী 

আমার দুঃখগুলো ফিরিয়ে দেওয়ার আগেই
ওদের ছুঁয়ে ফেলবে বধ্যভূমির ফুল

সবকটা প্রশ্নের উত্তর দিয়ে
দাঁড়িয়ে থাকবে তুমি

ওদিকে,  ফুলগুলোর পাপড়ি খসে গেলে 
আমি একটা ভাঙা এস্রাজে রাগ
ভৈরবী হতে চাইবো। 


পারাপার 

পুকুরে তিনটে হাঁস ছায়া ফেলে '
ভেসেছিল জলে --
হঠাৎ ই হৈ চৈ 

হাওয়া দিলে তারা ভেসে চলে 
চৈ চৈ ডাকে 

এভাবেই কিছু মায়া থাকে 
থৈ থৈ আজও এ সংসারে --

পুকুরে তিনটে হাঁস এপারেও --
ভেসেছিল জলে
এখন ওপারে.....! 


ঘুমন্ত 

পাথরে ঘুমন্ত মুখ কার --
যেন সকালে রোদ উঠে গেছে 
.... কালো স্থির জল
মাঝেমাঝে হাওয়া বয়, 

ঢেউ উঠে 
জলের ভিতরে যেন স্বপ্নে কেউ
স্নান সেরে নিল

আমি তার ওইপারে ঝুঁকে পড়া
নিমডালে 
মাছরাঙা.... নিমগ্ন, অস্থির 


অপেক্ষা, পালক

যে সকল অপেক্ষাতে তুমি আসো
সারারাত ধরে
তারাদের পালক খসে যায় 

কাঁচের শার্সি বেয়ে নেমে আসে 
হাড়জোড়া লতা 
অপেক্ষা, পালক.... 

তারার আলোয় অন্ধকারে 
যেখানে বাঁক,
হারিয়ে ফেলা চাবি--
শূন্য - বিভোরে ধু- ধু মাঠ
আর তাতে পড়ে আছে --
অক্ষরের কাঁটাতারে ঘেরা 
মুখোমুখি দাঁড়ানোর সমস্ত রহস্য । 


--

with thanks & regards____

image

দ্বীপ সরকার

editor of kuasha

+88001719751792

kuasha.mag@gamil.com

https://mkuasha.blogspot.com/

facebook

twitter

linkedin



Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন