অরূপ দত্তের গুচ্ছ কবিতা।। poems by arup datta--kuasha-কুয়াশা



অরূপ দত্তের গুচ্ছ কবিতা


গন্তব্য 

ওদের মধ্যেও কেউ কেউ 
হাল না ছেড়ে ঢেউয়ের বিপরীতে যায়।
ওদিকে ঘনঘোর অন্ধকার 
ভালো করে চিনতে পারি না,
কোথায় ফেলবো নোঙর! 
লড়াইয়ের পর যে নিস্তব্ধতা 
একটা চুমুর পর যে অনুরণন, 
দীর্ঘ অপেক্ষায় তা অনেকটাই ফিকে হয়ে আসে।  
ধর্মে ছড়িয়ে যায় বিকেলের আলো, 
গন্তব্য ভুলিনা,তুমুল স্পর্ধায় তবু হাল ধরে থাকি। 


সেই ভালো

তার জন্য আমি যখন বিষাদে ডুবেছি, 
তখন সে অন্য কোন নৌকায় ভেসেছে।
যদিও জনান্তিকে প্রস্তুত রেখেছি 
সকল অভিমান,ছোট ছোট ঘাস ফুল লতা পাতা 
নিজের জন্য,নিজের জীবনে ছড়িয়ে রেখে যাবো 
নক্ষত্রের মতো ছোট ছোট এই সব আলো।
জন্মদিন এলে অচেনা কোন কবিয়াল 
অবসন্ন,গান গাইবে,বেজে উঠবে ঘুঙুর,
সেই ভালো,সেই ভালো...


ভেসে থাকা 


গড়ব আমার আমিকে 
একদিন দেখে নিও। 
পরাজয় থেকে 
কিছু না পোড়া পালক, 
ডানায় জুড়ে নেবো।
সৌজন্যতা হারিয়ে 
নদী পার হওয়া যায় না কখনো,
তবে ধর্ম ও জীবন একাকার হলে 
তন্ময় ঢেউয়ের ওপর ভেসে থাকা যায়।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন