অরুণ কুমার দাঁ এর কবিতাগুচ্ছ।। poems by arun kumar dan__kuasha
kuasha
0
Tags
কবিতা
বিচ্ছিন্ন দ্বীপ
বিচ্ছিন্ন একটা দ্বীপের মধ্যে দাঁড়িয়ে আছি
চারিদিকে জল
এতো মানুষের মধ্যেও একা একটা জীবন
পথে পথে ছড়ানো মুক্তো দানা ঝিকিমিকি
চোখ ফেরানো দায়
কলমগুলো বিক্রি হয়ে যাচ্ছে জলের দামে
পর্দায় ধুলো জমে মলিনতা দুলতে থাকে
ডিভানে খেলে সূর্য
অন্ধকার একটা যদি নতুন ছবি আঁকে।
চোখের মণি
অন্ধ করে দাও, আলো চাই না
অনেক হল
প্রতিবিম্ব আর প্রতিফলনের বিজ্ঞান।
কারো ঘরে অনেক আলো
অনেক কিছু দেখা যায় সুদৃশ্য দৃশ্যাবলি
জ্বলে ওঠে চোখের মণি।
সমুদ্র বাঁধা থাকে দেয়াল জুড়ে
এও এক ক্ষমতার চালচিত্র!
ছবি
ছবি আঁকার চেয়ে
ছবি ছিঁড়ে ফেলা অনেক ভালো.....
তুলিতে যে রঙ লাগে
আজও কি সেই রঙ
লাগাতে পেরেছি কারো মনে?
এই যে এতো ছবি
কোথাও দুঃখ, কোথাও প্রতিবাদ
কোথাও ভালোবাসার ফুটন্ত গোলাপ
সবই তো একদিন ছাতা পড়ে
খোসা ছাড়ে
বিষাক্ত সরীসৃপের মতো.....
একটি মন্তব্য পোস্ট করুন