মেঘালো চোখ ।। শামীমা সিমা





মেঘালো চোখ


বৃষ্টিদহন  আঁধারঘন রাত
হাতের পরশ চাইছে পেতে হাত।
শরীর জুড়ে যুবতী ডাহুক 
প্রণয় ডাকে হয়েছে উৎসুক।

মেঘালো চোখ কাঁপছে লজ্জায়

তুমুল মেঘের সুখদ উল্লাস
মুহুর্মুহু বাতাসি সন্ত্রাস।
উড়ছে ঘরে প্রজাপতি বন
দাবানলে পোড়ছে তনুমন।

মেঘালো চোখ কাঁপছে লজ্জায়।

ভিজে মনের বন্ধবাতায়ন 
আগল খোলে শামুকী বাঁধন
ঘুমন্ত তার চেয়ে থাকা হাসি
ডাকছে কাছে স্পর্শ প্রত্যাশী।

মেঘালো চোখ কাঁপছে লজ্জায়।

 

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন