ছিঁড়ে গেছে জুতার শুকতলা ।। সুশান্ত হালদার


ছিঁড়ে গেছে জুতার শুকতলা
         

স্বার্থের জন্য করেছো আরাধনা
চেয়েছো হীরা চুনি পান্না
তিলক পড়ে বলেছো মিথ্যা
শঠতা আর প্রবঞ্চনায় সত্যিই তুমি অদ্বিতীয়া
মানুষকে দিয়েছো ধোকা
হৃদয়মন্দিরে জমিয়েছো পঙ্কিলতা
হে পাপাত্মা-
ঈশ্বর তোমায় করবে না ক্ষমা
স্বর্গের দুয়ারে যমদূত লাগাবে তালা
যদি বিবেক বুদ্ধি হয় হিংস্রতায় ভরা নাশকতা
তবে শিবের হাতের ত্রিশূল নির্ঘাত হবে নরকযন্ত্রণা।

হীম হওয়া বাতাসে বরফের চৌম্বকতা
প্রিয়ার ঠোঁটে বিংশ শতাব্দীর আদিমতা
যেন নাইটিংগেলের সরুঠোঁটে পুষ্পের মধুরতা
ফারেনহাইটে মেপেছি বারবনিতার ক্ষয়িষ্ণু উষ্ণতা
শৈত্য প্রবাহে জনজীবনে বেড়েছে অস্থিরতা
ঝরাপাতা তবুও গেয়ে যায় গান আগমনী বারতা
মানুষ হয়ে কেনো ভুলে যায় দু'দিনের দুনিয়া!

ঘুণেধরা সমাজ আজ মিথ্যার পরাকাষ্ঠা
বিবেকবুদ্ধিহীন মানুষ আজ বিধানকর্তা
অর্থের জোরে পিষ্ট মানবতা
পিচঢালা পথে না হেঁটেই ছিঁড়ে গেছে জুতার শুকতলা
রাষ্ট্রের গর্ভে এখন শুধু জন্মায় ভণ্ড আর চামচা
প্রতিবাদে শুধুই রক্তাক্ত করে পেরেক আর তারকাটা।
                  

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন