ব্যবধান ।। অনুপম দত্ত










ব্যবধান


আমাদের মাঝে স্রোত কমে আসে
পাহাড়ি ভেড়ার শিঙে লেগে থাকা
পরীদের কিস্যা
মোহনার বন্দরে অপেক্ষারত নাবিকেরা আর শোনেনা
আমাদের মাঝে ক্রমে ক্রমে জেগে ওঠা
বিরাগের চরে 
শকুনের ছায়া মৃত বিশ্বাস ঢেকে রাখে
আমাদের মাঝে জাগে এক নতুন জনপদ 
শোণিতজ্যোৎস্নায় চকচকে
ধূর্ত বাতাসে আমাদের সব কথা মানে বদলে নেয়

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন