এক
এই দুরবস্থার দিনে
আমাদের
সন্তানরা আর বাড়ছে না।
ভাতের খোঁজ থেকে
ফিরে
আঁতকে উঠি!
ওর বুকের হাড়গুলো
হাজতের গ্রীলের মতো
উঠেছে ভেসে।
দুই
যখন ফেলেছো ছুঁড়ে!
আরেকটু জোর দিতে।
নার্দমার পাশে,
এইতো হাঁ করা গাল।
খাবারতো!
তিন
ভাত যেখানে বিষয়
পেটের আর সম্মান?
এইতো দিলাম পেতে
লাথি মার আসতে
অথবা যেতে।
নয়তো জটিল রেখে
সরল খুলে দে।
চার
আমি কি আমার থাকতে পেরেছি কখনো?
না ছিলাম না থাকব!
জন্মের আগে কার ছিলাম জানি না।
জন্মের পরে পরিবার,
সমাজ উপাসনালয়ের অথবা প্রেমিকের।
আসলে আমি কখনোই আমার নই,
তারপর একদিন
কার থাকব জানিনা।
আমার শরীরে প্রতিনিয়ত গজায় অজস্র শেকড়
যদি মাটির কিনারা পেত,
আমিও একটা গাছ হয়ে উঠতাম।
এই দুরবস্থার দিনে
আমাদের
সন্তানরা আর বাড়ছে না।
ভাতের খোঁজ থেকে
ফিরে
আঁতকে উঠি!
ওর বুকের হাড়গুলো
হাজতের গ্রীলের মতো
উঠেছে ভেসে।
দুই
যখন ফেলেছো ছুঁড়ে!
আরেকটু জোর দিতে।
নার্দমার পাশে,
এইতো হাঁ করা গাল।
খাবারতো!
তিন
ভাত যেখানে বিষয়
পেটের আর সম্মান?
এইতো দিলাম পেতে
লাথি মার আসতে
অথবা যেতে।
নয়তো জটিল রেখে
সরল খুলে দে।
চার
আমি কি আমার থাকতে পেরেছি কখনো?
না ছিলাম না থাকব!
জন্মের আগে কার ছিলাম জানি না।
জন্মের পরে পরিবার,
সমাজ উপাসনালয়ের অথবা প্রেমিকের।
আসলে আমি কখনোই আমার নই,
তারপর একদিন
কার থাকব জানিনা।
আমার শরীরে প্রতিনিয়ত গজায় অজস্র শেকড়
যদি মাটির কিনারা পেত,
আমিও একটা গাছ হয়ে উঠতাম।
একটি মন্তব্য পোস্ট করুন