শিশির আজম এর দুটি কবিতা ।। poems by shishir azam -kuasha.কুয়াশা

শিশির আজম এর দুটি কবিতা ।। poems by shishir azam -kuasha.কুয়াশা



শিশির আজম এর দুটি কবিতা


উইপিঁপড়ের উপপরগনা


পৃথিবী ঘুরছে বলা যায় খাঁটি সৌরতন্ত্র
নদী বইছে
মানুষের অসুখবিসুখ হিংসাবিদ্বেষ প্রেম
এইসব
অতুষ্ট কালের সমভূমিকায় দীপ্ত
আর
এইসবকিছু মেপে নিতে চাও তুমি
সাম্য চাও
তুমি তো নিখুঁত শতভাগ উইপিঁপড়ের উপপরগনায়
খুঁত
নেই কেন
বিষাদ তোমার নেই বুঝি



কেন ফিরে যাবো


হয় তো অনেক দূর চলে এসেছি
আর আমার সঙ্গে হেঁটে হেঁটে এসেছে গাছগুলো

গাছের সঙ্গে পাখি
পাখির মাথার ওপর মেঘ
মেঘের ওপর আকাশ

হ্যা আকাশ
এই আকাশটা দেখে তোমরা ঠিক চিনতে পারবে না
অথবা মনে হবে 'কি অদ্ভুত'
অথবা এটাকে আকাশ বলেই হয় তো অনেকে স্বীকৃতি দেবে না

যা হোক আজ আমার এই বিশাল আকাশ
একে ফেলে আমি তো ফিরে যেতেও পারি না

Post a Comment

নবীনতর পূর্বতন