গুচ্ছছড়া।। আসহাবে কাহাফ।।rhymes by ashabe kahaf---



গুচ্ছছড়া
আসহাবে কাহাফ



সকাল হলে সূর্য উঠে

সকাল হলে সূর্য উঠে
                      পূর্ব কোণে জেগে
মায়ে বলে উঠো খোকা
                        মিষ্টি সুরে ডেকে
ব্রাশ করো ওজু করো
              হোম ওয়ার্ক করো শেষ
নাস্তা করে পড়বে সোনা
                     গড়বে বাংলাদেশ।


MONKEY DONKEY COME ON TO DANCE

Monkey Donkey come on to dance
Mother not in home it's our chance
Brother Sister come on to see
Today is holiday We are free.


সূর্য উঠে পুবে

রাত পেরিয়ে         রোজ প্রভাতে
            সূর্য উঠে পুবে
দিন পেরিয়ে          সাঁঝ বেলাতে
          পশ্চিমে যায় ডুবে
সাঁঝ ফেরুলেই         চাদ উঠিবে
          আলোর মিছিল নিয়ে
চোখ বুজিবে            ঘুম পারিবে
            কাথা মুড়ি দিয়ে।


টিক টিক টিক

টিনের চালে বৃষ্টি পড়ে
টুপ টুপ টুপ
বিড়াল এখন ইঁদুর ধরে
চুপ চুপ চুপ
ঘড়ির কাটা শব্দ করে
টিক টিক টিক
সূর্য হাসে বালুরচরে
চিক চিক চিক!
বাতাস বহে কানের কাছে
শা শা শা
ছুটব আজি কাকের পাছে
কা কা কা।

খেক শিয়ালের বিয়ে

ঐ দেখা যায় দূর আকাশে
                     কালো মেঘের দল
বৃষ্টি হয়ে টাপুর টুপুর
                      ঝরে মেঘের জল
আজকে খোকা কেমন করে
                        যাবে তার স্কুলে
দমকা হাওয়ায় ঝড়ের বেগে
                      গাছের পাতা দুলে
দাদুর মতো বাইরে যাব
                     ছাতা মাথায় দিয়ে
রৌদ হচ্ছে বৃষ্টি হচ্ছে
                খেক শিয়ালের বিয়ে।

মোহাম্মদ জসিমের ভিন্ন রঙের কবিতা পড়ুন এখানে
জিল্লুর রহমান শুভ্র'র ভিন্ন স্বাদের কবিতা পড়ুন এখানে
ওপার বাংলার বিখ্যাত কবি রবীন বসুর কবিতা পড়ুন ক্লিক
ওপারের কবি তৈমুর খানের কবিতা পড়ুন এখানে


ময়না পাখি টিয়া পাখি

ময়না পাখি টিয়া পাখি
                    এসো মোদের বাড়ি
চিড়া মুড়ি খেতে দেবো
                    পরতে দেবো শাড়ি
হাতে চুড়ি পায়ে আলতা
                  নাকে দেবো নোলক
রাত্রি বেলায় ঘুম পাড়াতে
                   বলবো আমি শ্লোক
তোদের লয়ে বিদ্যালয়ে
                     যাবো সকাল হলে
এইতো আমার লক্ষ্মী ছেলে
                        মা উঠিবে বলে।

ফড়িং মামা

ফড়িং মামা ফড়িং মামা
                 যাচ্ছো কোথায় উড়ে
তোমারও কী ঘুম ভেঙ্গে যায়
                  আমার মতো ভোরে
আমার মতো মা-বাবা কি
                    তোমার আছে ঘরে
আমার মতো তোমার ছেলে
                       স্কুলে কি পড়ে?
যচ্ছি আমি ধানের ক্ষেতে
                      স্কুল আমার দূরে
আমারো ভাই ঘুম ভেঙ্গে যায়
                   মায়ের ডাকে ভোরে
তোমার মতো মা-বাবা যে
                    আমার আছে ঘরে
আমার ছেলেও স্কুলে যায়
                 পাখ পাখালির ডরে।

বিনয় মজুদারকে উৎসর্গিত পিয়াস মজিদের কবিতা পড়ুন এখানে

ইঁদুর বিড়াল

বিড়াল পুষে ঘরের লোকে
দুধে ভাতে মাছে
ঘুমায় বেটা সোফায় বসে
কত মজায় আছে
নাচে পাখি গাছে গাছে
বিড়াল নাচে ঘরে
পাখির মতন গপস করে
নেঁঁটি ইদুর ধরে


অহিংসা

হিংসা হিংসা হিংসা ছাড়
অহিংসাতে জয়
ভালো কাজে সুখ ভার
হতাশাতে ক্ষয়।
ছোটো ছোটো ভুল ত্রুটি
করে যেই ক্ষমা
সবার উপরে উঠি
বাড়ে মহিমা।
ভালো চাই সব মানুষের
এই যাদের নীতি
দিনে রাতে সকলের
পায় তারা প্রীতি।


MOTHER MOTHER LISTEN TO ME

MOTHER MOTHER
LISTEN TO ME
HOW IT'S LOOKS LIKE
IF I BEE
WHOLE DAY I WILL FLY
COLLECTING HONEY
YOU WILL BEE'S MOTHER
IT'S VERY FUNNY.


খেক শিয়ালের বিয়ে

ঐ দেখা যায় দূর আকাশে 
                       কালো মেঘের দল
বৃষ্টি হয়ে টাপুর টুপুর 
                          ঝরে মেঘের জল
আজকে খোকা কেমন করে 
                             যাবে তার স্কুলে
দমকা হাওয়ায় ঝড়ের বেগে
                            গাছের পাতা দুলে
রৌদ হচ্ছে বৃষ্টি হচ্ছে 
                          খেক শিয়ালের বিয়ে
দাদুর মতো বাইরে যাবো    
                           ছাতা মাথায় দিয়ে।


এক দুই তিন

এক দুই তিন
আমার হাতে বীণ 
চার পাচঁ ছয়
আমার কীসের ভয়
সাত আট নয়
করবো আমি জয়।


One Two Three 

One two three 
I am very free
Four five six
I have no risk 
Seven eight nine
Now i am fine.

গরুর ছানা 

গোয়াল ঘরে গরুর ছানা
নাচে তিড়িং বিড়িং
চারখানা পা দুইখানা কান
মাথায় দুটো শিং
চোখ দুটো সামনে গরুর 
পিছে একটি লেজ
তিড়িং বিড়িং নাচে গরু
গায়ে অনেক তেজ।

গ্রীষ্মের দুপুরে 

পাকা ধানের ঘ্রাণ আসে
গ্রীষ্মের দুপুরে
দাদু ভাই মাছ ধরে
আমাদের পুকুরে
উঠে আসে শৈল মাছ
গিলে ঐ বড়শি 
গান গেয়ে ধান কাটে
পাড়ার ঐ পড়শি।


টুনটুনি

ও টুনটুনি গাছের ডালে কি যে করো একলা
আমার সাথে কওনা কথা খেতে দিবো কমলা
মিষ্টি সুরে ডাকো দেখি নামটি আমার ধরে
ফুলবিছানা পেতে দিবো আমার শোবার ঘরে।


কুনো ব্যাঙ সোনা ব্যাঙ

কুনো ব্যাঙ থাকো তুমি কই
বর্ষা এলে কুলা ব্যাঙ ডাকে হৈ চৈ
চারিদিকে পানি তখন করে থৈ থৈ
উজানে মাছ উঠে নাম তার কৈ।


Get Up Get Up

Get up get up my dear son
Go to school you are alone 
If your exam is very good 
I will serve you lots' of food.


বউ পুতুলের বিয়ে 
  
খোকাখুকি করছে খেলা বাসন কুশন নিয়ে
মিছেমিছি দিচ্ছে তারা বউ পুতুলের বিয়ে
বরযাত্রী কেউ নেই তো সাথে বাজে নাতো সানাই 
কলা গাছের তোরণ দিয়ে ঢুকছে নতুন জামাই 
বরের সাথে বউ পুতুল আজ যাবে শশুর বাড়ি
হর্ন বাজিয়ে সবার আগে ছুটবে তাদের গাড়ি।


ইট পাথরের শহর

কোথায় এলাম বাবা এতো লোকের ভীড়ে
কেউ শুনে না কারো কথা হাটে না কেউ ধীরে 
নেই এখানে ধানের ক্ষেত আর পাখ-পাখালির গান
সবুজ মাঠের খোলা হাওয়া নদীর কলতান 
এই শহরের দালানকোঠা ইট পাথরে গড়া
এই শহরের সব মানুষের বিবেক নাকি মরা
এই শহরের নাম কি তবে ইট পাথরের শহর
পোড়া খাওয়া মানুষ গুলোর ভাগ্যে জুটে জহর
চল ফিরে চল বাবা সবুজ গাঁয়ের বাড়ি
নইলে তোমার সাথে আজি দেবো আমি আড়ি।


নামায

মসজিদে আযান হয়
দিনে পাচবার 
সময়মতো নামায পড়ার
বড়ো দরকার 
সময় হলে পড়ে নামায
যে সবকিছুর আগে
বেশি বেশি নেকি জমা
হয় তার ভাগে।


Red Cow Black Cow

Red cow black cow, eat green grass
Do you have like me any toothbrush? 
I have a toothbrush for my teeth
Brush your teeth then you will fit.


ভীষণ শীত

 
আসছে এবার ভীষণ শীত
কনকনে
শীত এলে যে উঠে ফোঁড়া 
ঠনঠনে
ভাবছে দাদা দেউলে বসে 
আনমনে
প্রভাত হলে রোদ পোহাবে
চনমনে
পুকুর জলে করবে গোসল 
কোনজনে
দাদার মতো হাটবে শেষে
হনহনে
রোদ মেখে কে করবে যে গা
ঝনঝনে
দিনের শেষে নামবে কুয়াশা 
শনশনে।


পাঁচটি শিশুতোষ লিমেরিক ছড়া!

আয় রে ওরে ময়না
পরে সোনার গয়না
হাসতে হাসতে
নাচতে নাচতে
ধরবে নতুন বায়না।

খোকন সোনা রাজার ছেলে
উড়বে আজি ডানা মেলে
করবে না সে ভয়
বিশ্ব করবে জয়
পাখির মতো ডানা পেলে

কালো মায়ের মুখের হাসি
আমি যে খুব ভালোবাসি
কেউ দেখেনি
কেউ শুনেনি
মধুর হাসি রাশি রাশি

মন ভালো নেই পুতুলের
জট পেকেছে তার চুলের
কী করি 
গো ধরি
ক্ষমা করো এই ভুলের।

চাঁদ সূর্য নেমে আসো
পারলে ক্ষণিক হাসো
খুকি ঘুমায়
সোনার সোফায়
আস্তে করে কাশো।


Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন