হোসেইন আজিজ
দানবের চাকা
রাষ্ট্রযন্ত্র এক লোহিত দানব,
তার দাঁত গিয়ারচক্রের মতো ঘোরে
মানুষের মাংস মাড়িয়ে।
চাকার নিচে গুড়িয়ে যায়
শিশুর হাড়গোড়, মায়ের বুক,
কৃষকের ধানক্ষেত, কৃষাণীর স্বপ্ন।
তবু তার গা চকচক করে
কালো রঙের তেলে।
কালি ও রক্তের ফাইল
প্রশাসনের ফাইল!
কাগুজে নয়, মানুষের চামড়া;
কালি নয়, জমাট রক্ত।
বাজুতে সোনালি সিলমোহর,
ভেতরে ভেসে ওঠে
লাশভর্তি নদী, শোকার্ত জনপদ।
তবু ফাইলের ভাঁজ মসৃণ,
যেন ইতিহাস শুধু কাগজের খেলা।
রাজনীতির মুখোশ
শাসকের মুখ— একটি মুখোশ,
ভেতরে শেয়ালের দাঁত।
তাদের চোখে ভোটবাক্স জ্বলে,
রাস্তার রক্তকে তারা দেখে না।
মানুষ তাদের কাছে সংখ্যা মাত্র,
সংখ্যা হয়ে যায় গণিতের খাতা,
যে খাতায় লেখা থাকে
তাচ্ছিল্যের সমীকরণ।
বুটের লেলিহান ছায়া
পুলিশ!
যেনো কালো ছায়ার বাহিনী,
তাদের বুট মাটিতে পড়লে
ভূমি কেঁপে ওঠে।
লাঠি হয়ে ওঠে বিষধর সাপ,
যার দংশনে প্রতিবাদ জমে যায় নীল হয়ে।
গুমের অন্ধকারে
মানুষ মিলিয়ে যায় ধোঁয়ার মতো,
ফিরে আসে শুধু লাশের গন্ধ।
মানচিত্রের বন্দী সেনা
সেনারা পাহারা দেয় মানচিত্রকে,
মানুষকে নয়।
তাদের বন্দুক কথা বলে
সীমান্তে, পাহাড়ে,
অথবা শহরের বুকে।
শপথের অক্ষরে লেখা থাকে
"দেশ মানে মানচিত্র"।
কিন্তু মানুষের রক্ত ঝরে,
মানচিত্রে আঁকা হয় লাল রেখা।
ঘণ্টার ছায়ায় আদালত
আদালতে ঘণ্টা বাজে,
কিন্তু ন্যায় আসে না।
বিচারকের টেবিলে সাজানো থাকে
শিকল, শাস্তির বই,
মিথ্যা সাক্ষীর শপথ।
ন্যায় বসে থাকে অন্ধ ভিখারির মতো,
আদালতের এজলাসে নিচে লুকিয়ে।
মায়াপথিক এখানে
নয়ন আহমেদ এর কবিতা এখানে
article of law and literature : click here
লতিফ জোয়ার্দারের কবিতা পড়ুন এখানে
nobel prizev:2025 on litterature here
ইসলাম তৌহীদের কবিতা পড়ুন এখানে
মহসিন খোন্দকারের কবিতা পড়ুন এখানে
গল্প বরফের ছুরি পড়ুন এখানে
ভাঙা আয়না
রাষ্ট্রযন্ত্রের লৌহদর্পণ ভাঙলে
দেখা যায় আসল চেহারা
রক্তমাখা নখ,
ভয়ঙ্কর হাসি,
ক্ষমতার মত্ততা।
তবু তারা ভাবে
তাদের শাসন-আসন অমর!
প্রতিরোধের গান
কিন্তু ইতিহাস জানে
দানব অমর নয়,
লোহার দাঁতেও মরিচা ধরে।
অমর কেবল মানুষের রক্ত,
অমর কেবল প্রতিরোধের শপথ,
অমর কেবল গণসংগীত
যা বন্দুকের গর্জন ভেদ করে
উঠে আসে আগুনের মতো।
| |||||||||||||||
| |||||||||||||||


অশেষ কৃতজ্ঞতা, প্রিয় সম্পাদক ও কবি
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
Thanks