তপন মাইতির কবিতাগুচ্ছ।। poems by tapan maiti__kuasha



তপন মাইতির কবিতাগুচ্ছ

নীল গোলাপ

পৃথিবীতে কত রকমের মানুষ আছে
তবে কিনা কেউ কারোর মতো হুবহু না...
পৃথিবীতে সব মানুষের কিছু না কিছু 
গুনাগুন আছে, সেজন্য একে অপরের
কাছে মৌলিক,অপ্রকাশিত ও অদ্বিতীয়।
পৃথিবীতে কত ধরনে ফুল গাছে ফোটে
ঠিক তেমনি পৃথিবীর সব মানুষের-
চেয়ে বিশেষ মনের মানুষ প্রিয়তমা....
আমার কাছে নীল গোলাপের মতো তুমি
রহস্যময়, দুর্লভের প্রতীক...অথচ
প্রত্যেকে আমরা নিবিড় ঘনিষ্ঠ প্রত্যাশী
বাড়ির উঠোনে কতরকম ফুল ফোটে!
বুঝেছি একটি গোলাপ পেতে গেলে আগে
নীল গোলাপের মতো অপরূপ সুন্দর
হতে হয়! তারপর ভাবা নীল গোলাপ...



প্রিয়তমা তোমায়...


মাথার ওপর দিয়ে চলে গেল দিনগুলো কীভাবে?
সূর্য ওঠা ডুবার মাঝখানে কী ঘটেছে কে বলবে?
যেভাবে মানুষের প্রচণ্ড দুঃখ কষ্ট হয়, হৃদয়-
ভাঙে; নিজের মানুষ মুখ ফিরে থাকে! নেই ঘরেতে...
যদিওবা এ শহর বিশ্বস্ত সদর নির্দয় ভাঙে 
তবুও জটিল মনের কাঁটাতার বেড়া ডিঙোয় না!
তবুও কী মনে পড়ে না সেই প্রথম দিনের ক্ষণ?
তবুও কী ভিজে ওঠে না বৃষ্টি কদম ফুলের রেণু?
মাথার ওপর দিয়ে হেঁটে গেল কীভাবে রাতগুলো?
জেনেছি তোমার তীব্র অভিমান পর অবহেলায়!
একজীবনে নির্জলা উপবাস রেখে গেলাম ঘরে
এরচেয়ে ঢের পিপাসা রেখে যেতে পারে অনেকেই...
সোনালী ধান ক্ষেতের সমস্ত কাজ শেষে চলে গেলে
প্রিয়তমা! বলে গেলে না আমার কি ছিল অপরাধ...
সুখেই থেকো ভালো থেকো একবুক ভালবাসা নিয়ে
একজীবনের সব রাত না হয় নিজেই হলাম!


আপনি বলেছিলেন
              
মাথায় হাত দিয়ে গুরুদেব বলেছিলেন
"আমি দেখতে পাচ্ছি তুমি কিছু একটা হবে বাবা..."
সেদিন থেকে আপনার প্রতি শ্রদ্ধাশীল হলাম।

আপনি বলেছিলেন
"মন দিয়ে পড়ালেখা কর জীবনে অনেক কিছু পাবে..."
সেদিন থেকে বইকে পরম বন্ধু করে নিলাম। 

ধমকে উঠে বলেছিলেন
"ডানা গজিয়েছে? ছেঁটে ফ্যাল্..."
নিজের টিফিন না খেয়ে খাইয়ে দিয়েছিলেন
সেদিন থেকে লক্ষ্যভেদে স্থির ছিলাম। 

আজো গুরুদেব আপনার কথা
মনে প্রাণে মেনে চলি মানুষ হওয়ার জন্য...

Post a Comment

নবীনতর পূর্বতন