সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

কবির প্রতি ।। আহমেদ মুনীর



















কবির প্রতি            

তোমার কাছে অনেক কিছু চাই কবি 
কবিতাভালবাসাজোছনার কোমল হাত 
রৌদ্রের আলোক খরতাপ জীবনের নিবিড়তা 
মেঘ বৃষ্টি জল বনভূমি 
পাহাড় পর্বতের সবুজ বৃক্ষলতা 
রাত্রির একাগ্র সুখ জন্ম মৃত্যু হিসাব 
সব কিছুইতো আছে তোমাদের কাছে 
তোমাদের ক্যানভাসে আকাশে দিগন্তে 
নক্ষত্রলোক কৃষ্ঞগহ্বর ছায়াপথে 
ব্যথা বিরহ বেদনা যাতনা আনন্দ 
বিনোদন সুখ ভালবাসা 
আমাজান আর আফ্রিকার রেইন ফরেষ্ট 
তুষারে ঢাকা হিম শীতল মেরু 
মরুদ্যান পান্থপাদপের নির্মল জল 
মরুভূমিতে ঈপ্সিত বৃষ্টিপাত চাষাবাদ 
তোমাদের কাছে আছে জিম্মী আমাদে 
স্বাধীনতা স্বাধিকার বজ্রধ্বনি 
বিশুদ্ব বাতাস অম্লজান 
বায়ুমন্ডল বায়ুপ্রবাহ 
জীবন  যৌবনের গান 
মানুষের গান সভ্যতার গান ।। 
আমি এখনও আছি এই বাংলায় পথে প্রান্তরে 
এখনও জীবিত সদর্পে মিছিলের অগ্রভাগে 
বর্গী আর হানাদারদের তাড়াই প্রত্যুষে দিবাভাতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন