সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

হারিয়ে গেল ।। শ্রীলেখা চ্যাটার্জি


















হারিয়ে গেল 

ছোট্ট ছেলেটা প্রতিবাদী ঝড় হতে চেয়েছিল |
সাম্যের ভূবনে নীরবে দল বেঁধেছিল ! 
প্রবঞ্চনার ক্ষেপণাস্ত্রে বিদ্ধ হলে পথের ধূলাকে গায়ে মেখেছিল ! 
শপথের বাণী মাথায় নিয়ে 
মারণাস্ত্র যজ্ঞে ঝাঁপ দিয়েছিল ! 
নিউক্লিয়ার রিয়াক্টরের মত একটা বিষ্ফোরক হতে চেয়েছিল --- 
সাম্যের বেদীতে মহাপ্রলয় ঘটিয়ে 
ধর্ম ভাণ্ডারে ঈথর তরঙ্গ সৃষ্টি কোরবে ! 

কিন্তু না ! 

ব্যাভিচারী সাম্রাজ্যবাদী , মানবতা- বিরোধী 
এ্যান্টি-ক্রাইষ্টের দল রক্তক্ষয়ী যুদ্ধের নেশায় উন্মত্ত নায়ক ! 
ধর্মকে ধ্বংসের পুঁজি কোরে , নিউক্লিয় বিদারণে বিকলাঙ্গ করলো সমাজকে ! 
নিউট্রনিক পথে ভাঙতে ভাঙতে 
সৃষ্টি তরঙ্গে হেনেছে বজ্রাঘাত ! 
সমগ্র বিশ্ববাসী নিউক্লিয়ার ফিশনের মত টুকরো টুকরো হয়ে ছিটকে পড়েছিল ! 
ছোট্ট ছেলেটার আবক্ষ প্রতিবাদ- তৃষ্ণা তীর বেঁধা 
পাখির মত ডানা ঝাপটাতে ঝাপটাতে হারিয়ে গেল | 
রঙিন স্বপ্নের ভেট পেয়ে বিকিয়ে গেল-- তার ভুখা সাম্রাজ্যের সংগ্রামী দল |
উল্কার মত ছিটকে গেল সেই ছেলেটি ! 
আকাশের বুকে নিউট্রনিক বিচ্ছিন্নতার মত তার 
শরীরের ভগ্নাংশ নিখোঁজ হল ---- মহাবিশ্ব ব্রহ্মাণ্ড স্রোতে | 
আসু প্রজন্ম অকাল পঙ্গুতায় সমর্পিত ! 

            

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন