রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭

স্বাধীনতার হাহাকার ।। মোঃ আহসান হাবিব
















স্বাধীনতার হাহাকার


স্বাধীনতা! হায়রে স্বাধীনতা কার তরে?
তোমরা কি জানো স্বাধীনতা বলে কারে!
সে রণে সদা গোপনে মানবের অন্তরে।
স্বাধীনতা শুধুই নাম! অবয়ব অদৃশ্যে মরে!

এমন স্বাধীনতা পেয়ে নিরবে কাঁদি বারে বার
ধর্ষণের ভয়ংকর ছোবলে ভীতু নারীর অন্তর।
সন্তানের লাশে কাঁন্নায় ভাসে নিঃশ্ব পরিবার
খুন রাহাজানি- ঘুষ চোরাচালানী একাকার। 

বিচারহীনতায় ভূগছে দেশময় কোথায় পাবে বিচার?
কে আছে আর পাশে দাড়াবার সবাইযে বড় স্বার্থপর!
সত্য চাপাপড়ে মিথ্যার আস্তরে কেঁদে মরে নিরব স্বর
সত্য মুখের বুলি অন্তরে চোরাবালি সত্য ঢেকেছে আঁধার।

সোনার বাংলার পিছে যে স্বপ্ন দেখেছে বঙ্গবন্ধু মুজিবর
স্বপ্ন স্বপ্নই রয়েছে কেঁদে ফিরেছে আত্মা তাঁর বারাংবার
চাইনা স্বাধীনতা সর্বদা মনের বারতা সুখ ফিরুক আবার
ফিরে আসুক বঙ্গবন্ধু আবার জাগরিতে চেতনা মনবতার। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন