রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭

তর্জনী তর্জমা ।। ইয়ার ইগনিয়াস














তর্জনী তর্জমা
দেশ-অম্বিকা হে, তোমার নীল অম্বরে বিচরিত শকুনের ঠোকরে -
বুকের সবুজে বয়েছিলো যে শোণিত-ধারা -
শুকিয়ে ধারণ করেছে আজ প্রবীণা পত্রের মুখোশ
অধ্যুষিত শীতের শিভেরিতে ঝরে যাওয়া এইসব পাতায়
ডিসেম্বর আঁকতে গিয়ে প্রকট হয় ডিলেমা -
দূরবীণে দৃশ্যমান অশনির রোশনাই;
কুয়াশায় ভিজে ফের অনতিক্রম্য অতীত।
রাজপথ আজও সহসা সুযোগে চুষে নেয় রক্তের রং
অবারিত ও অবিরত অবরোধে স্বাধীনতার মৃত্তিকাও মৃতপ্রায়
কোষে কোষে বিস্ময়; বিষময় পরাগ পরাধীনতার
ধ্বংসের ধ্বজা উড়াইতেছে জালিম জীবাণু
তবে কি পণ্ড এ রক্ত জবানি?
না-কি স্বাধীনতার এ অস্ফুট দৈন্যতা
একাত্তরটি তরঙ্গে থেমে গেছে যে রক্তগঙ্গা
সে পাবে কি ফিরে হৃত যৌবন?
ভাসাবে সমূলে যতো অশিব সাজশ
বেহুলা-বরের ভেলার অবিকল?
কিংবা ডালি নেবে দেদীপ্যমান অশুভ বাতিঘর?
রেসকোর্সের তর্জনী তর্জমায়
ফুটে আছে প্রত্নবিপ্লব প্রজন্ম চত্বরে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন