রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭

স্বাধীনতা আমার অহংকার ।। কবির হুমায়ুন

স্বাধীনতা অামার অহংকার !
 

স্বাধীনতা!
স্বাধীনতা তুমি অাছো বলেই
অাজ অাত্মহংকারে বিশ্বের বুকে মাথা উঁচিয়ে
অামার প্রিয় বাংলাদেশ ।

স্বাধীনতা তুমি অাছো  বলেই
বীরদর্পে অন্তরে বাজে শেখ মুজিবের নাম,
বাংলাদেশের অারেক নাম শেখ মুজিব ! 
অাজ অামি রাখতে পারি
অহংকারে বুক ফুলিয়ে জাতির পিতার মান ।
স্বাধীনতা তুমি অাছো বলেই
হৃদয়ভরে গাইতে পারি
সোনার বাংলা  গান । 

স্বাধীনতা !
স্বাধীনতা তুমি অাছো বলেই
অাজ অামি হাসতে পারি,
অাজ অামি  কাঁদতে পারি,
অার কবিতায় লিখতে পারি !

স্বাধীনতা তুমি অাছো  বলেই  
অামি অাজ বুঝতে  পারি
স্বাধীনতা দিবস, বিজয় দিবস,
ঐতিহাসিক ৭ই মার্চ ।
সেই উত্তাল জনসমুদ্রের কলকল ধ্বনি
জানতে পারি মুক্তিযুদ্ধের পটভূমি ।

স্বাধীনতা তুমি অাছো বলেই  
চোখে অামার ইতিহাসের ছবি,
এবারের সংগ্রাম অামাদের  মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম  অামাদের স্বাধীনতার সংগ্রাম! 
বলেছিলেন সেই 'মহান নেতা ' 
অামাদের রাজনীতির কবি ।

স্বাধীনতা তুমি অাছো  বলেই  
জাতি, ধর্ম, বর্ন,  নির্বিশেষ,
স্বাধীনতার মূল্য অশেষ। 
হিন্দু,বৌদ্ধ,অার খ্রিষ্টান 
অারো অাছে  যতো  মুসলমান,
এক কাতারে হইগো সমান
যার যার ধর্মে হই অাগুয়ান।

স্বাধীনতা !
স্বাধীনতা  তুমি অাছো  বলেই  
দুর্দিনের কাণ্ডারী মোদের  
গণতন্ত্রের মানস কন্যা অার
স্বাধীনতার নেতৃত্বকারী দল,
স্বাধীনতার মূল্যবোধেই অামাদের  
যতো শক্তি বল ।

যারা একদিন গুলি চালিয়েছিলো
স্বাধীনতার  বুকে -
অার ইজ্জত দিতে হয়েছিলো  মোদের
লক্ষ বোন অার মাকে।
অাজ তারা ইতিহাসের কাঠগড়ায়,
ইতিহাসের অনিবার্যতায়।
নিশ্চিত  হয়েছে  তাদের  প্রায়শ্চিত্ত ,
পাপিষ্ঠরা অাজ ঘৃণিত,  অভিশপ্ত  ।

স্বাধীনতা !
স্বাধীনতা তুমি অাছো  বলেই
অাজ অামি প্রাণখুলে নিঃশ্বাস নিই
এই বাংলায় !
দীর্ঘজীবি হও অামার প্রিয় জন্মভূমি  ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন