মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

পূব যিসু ( বঙ্গবন্ধু) ।। আহমেদ ফারুক মীর












পুব যিসু (বঙ্গবন্ধু)



যিসুর হাত ধরে চলেছে তস্কর জুডাস
মাথার উপরে তার ঈগল উড়ন্ত এক।
যিসু চিল দ্যাখেন,
দ্যাখেন, য্যানো জুডাসের প্রতিচ্ছবি চিলে
দ্যাখেন, রক্তাক্ত ক্রুশ...।
পুব তল্যাটে এক উড়ছে ছিল,
এক যিসুর মস্তকে খাঁ খাঁ রৌদ্র
পুব তল্যাটে এক মুক্তির হাহাকার...
রাতভর তস্করের দাপাদাপি।
পুব যিসুর মাথার উপরে পঙ্গপাল গিজগিজ।
তমসায় বিটকেলের বিপ্লব
তমসায় খুনের মহরা পুবে,
পাদ্রিরা সভা করে গোপন কুঠুরিতে
ক্রুশ ভয় দ্যাখেন পুব যিসু
দ্যাখেন বেওনেট আর লালঘর পশ্চিমে।
যিসুর বজ্রকন্ঠে উত্তাল হয় পুব জনতা
নিভু নিভু বাতি জ্বলে ওঠে
তারপর বারুদে, কামানে ভষ্ম হয় তল্লাট
তস্করের লোমশ হাতে আমিও ধরা পরে যাই
আর মরি।
তারপর অজ¯্র ক্ষোভে, যন্ত্রণায় জেগে ওঠে আমার
সন্তান
সব দীর্ঘাঙ্গী ঈগলদের টুটি চেপে ধরে মার্চে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন