গাজা আগ্রাসনবিরোধী কবিতা ।। শেখর ভট্টাচার্য ।। কুয়াশা-gaza against poem.kuasha


 


ঝলসানো মুখে শীতল শান্তি

শেখর ভট্টাচার্য

 

বট বৃক্ষের ঝাঁকড়া মুখাবয়ব থেকে অবিরত
উচ্চারিত শ্লোক; ওঁ শান্তি , শান্তি, শান্তি।
শ্বেত কাফনে  মোড়ানো শিশুর শব দেহ থেকে
উদগিরিত শান্তি আজ বিষাক্ত বাতাসে।
বটবৃক্ষ শান্তির ঠিকাদার,সংখ্যাতত্বের শিক্ষক
নিশ্চিহ্ন জনপদের আকাশে উড্ডীন লাশের পতাকা

আকাশ জুড়ে দৃশ্যমান
তবু চক্ষুষ্মানদের দৃষ্টির অগোচরে
আহা গাজা, আহা দেবদুতের ঝলসানো মুখ
ধূসর মরুভূমির রক্তাক্ত দেহ আজ
মানবাধিকার চার্টারের ঢাউস পুস্তক,
সকলেই পাঠ করে বলেনি কখনো কেউ,
উত্তপ্ত মরুভূমির শীতল শান্তি আর চায়না পৃথিবী।




Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন