শিশির আজম এর দীর্ঘ কবিতা
কর্নেল তাহেরের অবশিষ্ট পা
কর্নেল তাহেরের অবশিষ্ট পা
এক যুগ থেকে অন্য যুগে অবিশ্বস্ত চৈত্রসংক্রান্তি
আভাস ও বন্দনার পুঁথি লিখে
স্বেচ্ছা দেহদান
মাটির সরায় ধরা রূপকথাগুলি মরতে বেরুতো
বুদ্ধ পূর্ণিমায়
ঘাসের মা ডাকাখোঁজায় যা করিৎকর্মা
বন্দরের খালাসিরা পালে হাওয়া পেয়েছে আর কি
এদিকে প্রবালদ্বীপে কার্যকর এ্যাটমের প্রতিক্রিয়া
সমুদ্রের শীতল বাতাসে ড্রাগনের দাঁত
ভোরের অহিংসা দেখছে চাঁদের ডুবুরি
মুগ্ধতায়
কেল্লায় ফিরতে অপারগ
যেন সে স্বাধীন ছিল
জলপ্রপাতের অনমনীয়তা এমন বিপজ্জনক
যে সন্ধ্যাপাখি আলোকিত
কি উত্তপ্ত ধারা কাকতাড়ুয়ার অমার্জিত অভিঘাতে
ঋতুচক্রের নিয়মকানুনে গ্রাহ্য না এনে মৃত ও জীবিত পাশাপাশি
খুঁড়ে পাওয়া দূর্গে দেখেছি পেঁচার মাতলামি
একগুঁয়ে পেঁচা
জীবন ও আত্মীয়তা বিসর্জনে সবার ওপরে
কেন
কেন মৃত মানুষের কোলাহলে বাড়িঘরে আগুন লেগেছে
জেনারেল
দুই চোখে
এক জিনিসই দেখে
প্রস্তাবমতো
ঘুর্ণায়মান পৃথিবী ও জেলখানা রাস্তায় হারিয়ে ফেলে তাদের সতীত্ব
যা আসলে মনে মনে দেখা
ধুলোয় বাষ্পের ওঠাপড়া
আপাতদৃষ্টিতে সবুজ কলঙ্কহীন যেন তার অতীত বা ভবিষ্যৎ নেই
অথচ শয্যার বিপরীতে মানচিত্রে উষ্ণতা
যা আবার সংক্রামক
লোকগীতির বিণ ভারি করছে বায়ুকে
পলাতক শুকতারা সমুদ্রের আলিঙ্গনে যখন পুড়ছে
তখন হরিণ বাঁধা পড়ে গেছে অন্য শব্দে
খুরাঙ্কিত ধ্বনি
নির্বিরোধ বৃক্ষপত্রে সেঁটে দেয় প্রার্থনার মতো ধ্বংসবীজ
কে জানতো
বাল্য স্বপ্ন পেয়ে যাবে হিংস্র শিক্ষককে
যারা নিশ্চিৎই শিখতে চেয়েছে
আর ক্রমশ পড়েছে আক্রান্তের তালিকায়
একই নিয়মে
সরকারিভাবে মৃত ঘোষণার পর
ওরা শিল্পী
বিষাদ ও অহংকার
প্রতিরোধ
পরাজয়
অচ্ছেদ্য স্বাভাবিকতা
কুকুরের শুঁকে বেড়ানো আর কি
মৃতদের প্রতিধ্বনি সর্বাত্মক ধ্বনিরূপে
পবিত্র সিঁড়িতে
যে চাঁদের ছায়া আমাদের শক্তি কেড়ে নিয়ে বহুগুণ ফিরিয়ে দিয়েছে
তার পাথরের ডানা
তার হৃৎপিন্ড
কল্লোলিত ঘাসের ভূবনে উৎপাত
রূপকথার অপরূপ ঘোড়া যার নাড়িভুড়ি ও পেট ছিল না
সে কোথায়
মুঠোভর্তি প্রতীকের মর্মরতা
ছড়িয়ে পড়েছে কোষে
দ্রবীভূত অন্ধকার আছড়ে পড়লো সুমেরীয় নারীর হাসিতে
আর অসহিষ্ণু রশ্মি মুখে নিয়ে
অদৃশ্য স্মৃতিরা এসেছিল সবুজের শাখায় জড়িয়ে
কাঠবিড়ালির লেজে ভর করে
বিশুদ্ধ সকাল এই চাপ সহ্য করতে পারে না
অন্তহীন তুলি দেখছে কঠিন চোখে জাদুঘর
হাঁসফাঁস
ভাসমান কাঁচ
অসম নিঃশ্বাসে ক্রমে অসহায়
শূন্য এক পা
অন্য পা
অসময়ে ঝুঁকে আছে
--
| |||||||||||||||
| |||||||||||||||
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks