গুচ্ছ কবিতা
হোসেইন আজিজ
যুদ্ধচক্র-––
ট্রানজিস্টর
বাঙ্কারে নিঃসঙ্গ ছায়া
চেম্বারে একটি গুলি,
ট্রানজিস্টরের তরঙ্গে
ভেসে আসে মায়ের নিঃশ্বাস।
চেম্বার
অন্ধকারে লুকানো আগুন,
ট্রিগারে স্থির অপেক্ষা,
একটি গুলি-ই
হাজারো দাফনের আলামত।
সহযোদ্ধা
ছিন্নবস্ত্র কাঁধে,
পদ্মপাতায় শিশিরের মতো
ঝরে পড়ে তারা,
চিরচেনা মাটির কোলে।
বাঙ্কার
মাটির নিচে লুকানো নিশ্বাস,
উপর দিয়ে গর্জে ওঠে ট্যাঙ্ক
মৃত্যুর ঘ্রাণ
বাতাসেই লুকিয়ে থাকে।
ভোর
রক্তের স্রোত ধুয়ে যায়,
পাখিরা ডানা ঝাপটায়,
স্বাধীনতার সূর্য উঠে আসে
শহীদের চোখের ভেতর দিয়ে।
--
| |||||||||||||||
| |||||||||||||||
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks