গুচ্ছকবিতা
সাকিব শাকিল
ঘুম
চোখের অতলে তুমি কোথায় যে নেমে যাও
তোমাকে নমস্য করি হে মহারথী
এবার আসো, প্রাণ খুলে বসো
পাপ ও পবিত্রতার গান গাও চোখের উঠানে
আমাকে নিয়ে যাও ওই ঘুমপাড়ানির দেশে
দ্যাখো
অন্ধ এই চোখ থেকে শুধু অবিরত স্বপ্ন খসে।
প্রিয়তমা ঘুম
চোখের পিরিতে বসো
পান ও পালঙ্কে চুপচাপ শুয়ে পড়
ধীরে
ধীরে
কেউ যেন না পায় টের।
ঢের বিরোধ শেষে তোমার প্রস্থানে দাড়িয়েছি
উড়ে না যায় যেন—কোনো নির্ঘুমের পাখি।
পালকের ওমে নির্ভয়ে ঢুকে যাও এই পশমে পশমে
আজ স্নো-ফল হবে রাতভর
রাতভর তোমার চোখের উপর টুপটাপ ঝরে যাবে ফুল।
ধীরে
ধীরে,
শব্দ করো না,
ভয় পেও না
এই ঘুম মৃত্যু নয় মৃত্যুরও অধিক
কান্না করো না
কোমল ও করুণ হয়ে যাও
দ্যাখো,
রুমঝুম শব্দের ভেতর বসে আছে কতো পরিচিত অন্ধকার।
ওদের একটা প্রেমিকা দিয়া দেও প্রভু
অনেক নারী জীবনে এলেও
প্রেমিকা আসে নি যাদের
আর নারীরাও আসেনি প্রেমিকার মতোন
তাই ওদের একটা বিহিত করো।
ওদের এই দুঃখ ভাল লাগে না
এই কান্নাকাটি ভাল লাগে না
কবিতা লিখতে লিখতে ওরা মরে যাচ্ছে
চুমুহীন রাত পার করছে কামনার নেশায়
ইমপ্রেস করতে করতে হতাশ
ওরা স্লোগান ধরতে ধরতে বিষণ্ণ হয়ে যাচ্ছে
সকল আনন্দের শেষেও ওদের দুঃখগুলোয়
সুযোগ নিচ্ছে সুবিধাবাদ।
তুমি কি দেখো না হে পরওয়ারদেগার?
ওরা খাইতে না পারুক
চিৎকার দিতে না পারুক
তবু একটা প্রেমিকা ওদের ম্যানেজ করে দেও
ওদের একটা প্রেমিকা দিয়া দেও প্রভু।
রাস্তায় দাঁড়িয়ে দেখি অসংখ্য চোখ
রাস্তায় দাঁড়িয়ে দেখি অসংখ্য চোখ চেয়ে থাকে আমার দিকে
বিবাহযোগ্য কন্যার মতো তারা দেখতে থাকে
খুঁটে খুঁটে শুধু বের করে আমার যতো ভুল
এই উর্ধ্বগতির হাওয়ায় জানি
বাগানে ফুটবেনা আর কোনো ফুল।
বলো, আমি কী গান শোনাবো তোমায়?
আমাদের সব ধান ভিজে গেছে বৃষ্টিতে।
নদীর কাছে দাঁড়িয়ে দেখি অসংখ্য পাড়
বান ডাকার মতো ভেঙে যায় হুলস্থুল
যেন খুব তাড়াতাড়ি নামতে হবে জলের ভেতর
ঘুর্ণি খেয়ে আমার মতো ঘুরবে শুধু অনবরত
তবু প্রেম ও প্রীতি থেকে আমরা হই না বিরত
আমি কী গান শোনাবো তোমায়?
আমাদের সব দেখা থেমে আছে দৃষ্টিতে।
বিবাহযোগ্য কন্যার মতো তারা দেখতে থাকে
খুঁটে খুঁটে শুধু বের করে আমার যতো ভুল
এই উর্ধ্বগতির হাওয়ায় জানি
বাগানে ফুটবেনা আর কোনো ফুল।
বলো, আমি কী গান শোনাবো তোমায়?
আমাদের সব ধান ভিজে গেছে বৃষ্টিতে।
নদীর কাছে দাঁড়িয়ে দেখি অসংখ্য পাড়
বান ডাকার মতো ভেঙে যায় হুলস্থুল
যেন খুব তাড়াতাড়ি নামতে হবে জলের ভেতর
ঘুর্ণি খেয়ে আমার মতো ঘুরবে শুধু অনবরত
তবু প্রেম ও প্রীতি থেকে আমরা হই না বিরত
আমি কী গান শোনাবো তোমায়?
আমাদের সব দেখা থেমে আছে দৃষ্টিতে।
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks