গুচ্ছছড়া
গোলাম কিবরিয়া
আড়ংধোলাই
আড়ংধোলাই আড়ং!
জিনিসপাতির দাম
এতো কেন বাড়ং!
অগ্নিকুন্ড রেখে
সুইমিংপুলে
গোসল করা ছাড়ং!
আয় নেই তবুও
করের বোঝা বাড়ং!
গলায় পরাও ফাঁস
বাড়াও হাঁসফাঁস!
নিজের রাস্তা ক্লিয়ার রেখে
গাড়ির স্টিয়ারিং নাড়ং!
আড়ংধোলাই আড়ং!
লুটেরা
বেতনও বাড়ে
সুযোগও বাড়ে,
বাড়ে ঘুষের রেটও!
আরো বাড়ে
ভূঁড়ি ও পেটও!
বাজেট এলেই
বাড়ে বেনিফিটও!
তাদের সাথে
ভালো থাকে
উঁচুতলার
রানিংমেটও!
আমজনতা
করের বোঝায়
আম পাবে না
জাম পাবে না,
বন্ধ হবে বাঁচামরার
এক একেকটি গেটও!
কে দেয় কর?
কে খায় সর!
করের টাকায়
কলার ঝাঁকায়
কোন লুঠেরার ঘেঁটও!
ভালো থাকে
উঁচুতলার
রানিংমেটও!
আমজনতা
করের বোঝায়
আম পাবে না
জাম পাবে না,
বন্ধ হবে বাঁচামরার
এক একেকটি গেটও!
কে দেয় কর?
কে খায় সর!
করের টাকায়
কলার ঝাঁকায়
কোন লুঠেরার ঘেঁটও!
অবসরে
আমি আছি অবসরে
বাঁচা ও মরার ঘরে!
যতটুকু সঞ্চয়
তাতে আর চলে না,
বেঁচে থাকি ঠিক মতো
কেউ আর বলে না!
সঞ্চয়ে লাভ কম
ব্যাংকের সুদও,
ঘাড়ে চেপে বসে পড়ে
বাজারের ভূতও!
তারপরও দিচ্ছি
এই কর সেই কর,
কেউ বলে বুড়োটার
ঘাড়ও মটকে ধর!
পরিবারে অনাদর
রাষ্ট্রের অবহেলা,
বুড়ো হয়ে চুরো হই
কী খেলা! কী খেলা!
দুঃসহ হয়ে ওঠে
এবেলা! এবেলা!
লুটপাট ফুটফাট
এইযে লুটপাট!
এইযে ফুটফাট!
এইযে ঘুটঘাট!
তারপরও কি নড়ো?
কে ছোট কে বড়ো!
কার ছেলে কার মেয়ে--
তারচেয়ে,
চুরি করলেই ধরো!
যদি না ধরো,
জায়গা থেকে সরো!
আইন ভেঙে পড়ছে!
সমাজ ভেঙে পড়ছে!
কপাল ভেঙে পড়ছে!
ভাঙাভাঙি ঘটঘট!
শব্দ হচ্ছে মটমট!
এরপরও--
করো কেন পটপট!
ওরে তুই
একেবারে
চুতিয়া,
তোর গায়ে
দেই আজ
মুতিয়া,
মনে হয়
ফেলি তোকে
পুতিয়া!
লোডশেডিং
গরম বাড়ার গরম হেডিং!
বাড়ছে আরও লোডশেডিং!
বিদ্যুৎ নির্ভর সভ্যতা
হারিয়ে ফেলে ভব্যতা!
কেমনে রাখি বাঁচা পেন্ডিং!
চান্দি গরম
করি হাঁসফাঁস!
বান্দা-বান্দি
ফান্দে পড়ি!
কোথায় নড়ি?
কী নাভিশ্বাস!
চলো যাই বাতাস খেতে
-জঙ্গলে!
চলো যাই জলের খোঁজে
-মঙ্গলে!
তল্পিতল্পা নিয়ে বেডিং!
বিদ্যুৎ এলে খবর দিও
করবো তখন আবার ল্যান্ডিং!
চড়কগাছ
চোখও চড়কগাছ!
মাসে বাড়ে দুইবার
বিদ্যুতের দাম!
উধাও হয়েছে আগে
থালা থেকে মাছ!
ঘষে ঘষে বেঁচে আছি
ক্ষয়ে ক্ষয়ে চাম!
কার হয় উন্নতি?
কার নিই নাম!
চোখও চড়কগাছ!
বাজার গেলেই
ভেঙে পড়ি,
নেই আর
নড়ানড়ি,
ধসে পড়ে
মাথার উপর
নেড়া বটগাছ!
চান্দিতে ঠোকরায়
উড়ে এসে বাজ!
মেদ
কারো কারো হাঁড়িতে
ও বাড়িতে,
চাল ও লবণ
মাছ ও মাংস,
কমিতেছে!
কারো কারো ভুঁড়িতেও
মেদ জমিতেছে!
কেউ কেউ আবারও,
জামার ওপর
গরম কালেও
কোট পরিতেছে!
আম পাবলিকে
কোন মাঠে?
ফুটবল লীগে,
পায়ে পায়ে নড়িতেছে!
কার কিকে কখন যে
মরিতেছে!
মরিতেছে!
দাম
সকালের দাম!
বিকেল বেলায় ঠিক নাই!
বিকেলের দাম
-রাতে!
রাতের দামও ঠিক নাই
-প্রভাতে!
ডিম বাদ দিই-দুধ বাদ দিই!
কোন খাবারটা বাদ দেব আজ?
-পাতে!
যে টাকা ও পয়সা আছে
-হাতে!
তা খরচ করতে পারবো কি?
নুন-পান্তার/কাফনের খাতে!
বিকেল বেলায় ঠিক নাই!
বিকেলের দাম
-রাতে!
রাতের দামও ঠিক নাই
-প্রভাতে!
ডিম বাদ দিই-দুধ বাদ দিই!
কোন খাবারটা বাদ দেব আজ?
-পাতে!
যে টাকা ও পয়সা আছে
-হাতে!
তা খরচ করতে পারবো কি?
নুন-পান্তার/কাফনের খাতে!
খাইতে খাইতে
চাইতে চাইতে
পাইতে পাইতে,
পাওয়ার নাই শেষ!
আছেন পাওয়ারে!
নাইতে নাইতে
যাইতে যাইতে,
যাওয়ার নাই শেষ!
গায়েতে হাওয়ারে!
গাইতে গাইতে
খাইতে খাইতে,
খাওয়ার নাই শেষ!
আছে কী অবশেষ!
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks