গুচ্ছকবিতা।। ফরিদুল আজাদ মিলন।। poems by faridul azad milon.kuasha


গুচ্ছকবিতা
ফরিদুল আজাদ মিলন

নোনালাবণ্যের সিম্ফনি 

দুজনগাছের নিচে আসলেই খোয়াযায় মনভেতরি উড়াল
ঠেলে হারালে হেলায় অবিলীন হুহুতে থাকেযায় চিতর্বরাগ
শাবকবাতাসে পাতারঝিকড় গেয়ে ওঠে কাশরঙ্গাভৈরবী
ইনুনিকথার প্রেম বিনুনিউড়াচুল ঢুকে পড়ে মেজেন্ডামুখে
বিপক্ষচুমু  শিরায় শিরায় খুনসুটি মাতমে বিক্ষত দাগ কেটে
নোনা হয়ে উঠে লাবণ্যলোবান
অঙ্গভরা নুনের তপ্তবাদন চাটতে থাকে নোনাপর্যটন
ক্রমশ গাঢ় থুতুর কারাগারে তৃষ্ণার কয়েদ শুষ্কতায়
মিলিয়ে যায় অজানা সিম্ফনি
মেঘেদের ক্ষোভ পোড়ায় জলবিজুরীর স্পন্দিত উচ্ছ্বাস
ফিরে চাও চুমুভেজা বায়ুচোখ মেতে উঠি
বৃষ্টিমগ্ন বৈশাখবেদিতে ব্যাঙ-ব্যাঙানীর জলহোলা উৎসবে
স্মৃতির ফাগুয়ায় খুঁজে তন্নজোছনার আড়ে হই ছিন্নপরাগ
দুজনগাছতলে শালিকজোড়-ঠোঁটনেশাতে বনি মত্তমাতাল

ধূসরে বিষ-ফু

ছায়াবিশরীর কৃষ্ণগহ্বর থেকে শিশির সিক্ত খেয়াপাড়ে
পা-ছোঁয়নো-প্রাতে পৌঁছে তূর্যহাওয়াতে
যদি বিষমাতাল ফু দিয়ে বলে চুকে গেছে ধুয়াঁরীর খেইল!
পরগাছা বীক্ষণ মনে রেখো মনকেমেরার মেমরিতে গেঁথে থাকে
হিডেনমানুষ হাসি-কান্না-জেদ-অভিমানে নোয়ানো ধাঁচে।
মাছেরা কেউ নেই স্রোতেরা গুটিয়ে গেছে খরতার তোপে
ধুন্ধুকার বানে। শীতকেল্লা হয়ে ফিরে আসে আতপঘ্রাণে
নির্জীবস্মৃতির ফ্যাকাসে আভরণ।
যুক্তজৌলুশ মৌগুঞ্জন ছেড়ে উদ্বায়ী
রাণীজ প্রীতিধাম স্বপ্ন ফুরানে
কাক ও পথিক বিপরীত চলা বেছে নেয় নির্ঘাত।
হট্টরক্তের কোলাহল নিবিড় মগজে বসেছে কুশন পেতে
জেদিশব্দের বাহানায় শুধু বাঁচামরার শিকলকথন।
কচুদলে দুলে জলমুক্তোর দানা জুড়ে সন্ধ্যারতির
এলামাটি সৌরভ সূর্যকণায় ক্ষণিকের শান্তিনামা।
কে না জানে বৃক্ষরসিক পাতায় পাতা ঘষে গেয়ে ওঠে
ক্রেবচক্র ক্লোরফিল। প্রস্বেদন ভাঁপ উষ্ণ সুষমার ছেঁকায়
ফোস্কার গুণিতক স্মৃতিস্তুপ কুঁড়ে চঞ্চুতে
খোয়াবের ভাঙ্গা শূন্যতায় ধূসরে খেলে অনূঢ়াধৈর্য।

হুঁশমন্ত্র

মুখস্ত মৃত্যু নিয়ে যে জীবন বলে বেঁচে আছি বেসুমার
তার আবাল যৌবনসাঁতারপ্রলোভন অভিমান থেকে ফেরো
যকৃত রঙ্গা প্রেম কেড়ে নেবে সমস্ত লোহিত কণিকা
শ্বাসের বায়ু বিন্যাস যতই বুঝে থাকুক বৃক্ষের উর্বর স্বভাব
কান্নার ঊষর কোলাহলে ছুটে চলা স্বচ্ছজলধারা নদি নয়
সবেগ কাদাহীন ছোটা জল বিরান ভেজা মরু উৎপাত
নদি মানে চুরমার হ্যাঁচকা স্রোতে পাড় ভাঙ্গা অহঙ্কার
নদি মানে মাৎস্য চিৎকারে মেতে ওঠা উৎসব গর্ভধানী
প্রণয় আসনে যারা শীত পেতে বলে ভালবেসে অবিচল
পাড়ার কুকুর ছিঁড়ে নিক তার ভিখারী বসন ঢঙ্গের লাঠি
ভালবাসা কি পুরাণের পদ্য গদিনসিন ঋষিজ হুঙ্কার ভালবাসা মানে তন্ত্রেতন্ত্রে সঞ্চারিউচ্ছ্বাসে তাপদ্রোহহাঁক

নাগিব মাহফুজ এর উপন্যাস ভিখারি পড়ুন এখানে
কবি আমিনুল ইসলামের দারুণ কবিতা পড়ুন এখানে
তমিজ উদদ্ীন লোদীর গুচ্ছকবিতা পড়ুন এখানে
রোকসানা ইয়াসমিন মণির কবিতা পড়ুন এখানে
মতিন বৈরাগীর কবিতা এখানে পড়ুন
মাসুদ মুস্তাফিজের কবিতা পড়ুন এখানে
অমিত চক্রবর্তীর কবিতা পড়ুন এখানে
বড় ও বিখ্যাত কবির কবিতা পড়ুন এখানে
জিয়াবুল ইবন এর কবিতা পড়ুন এখানে

খাঁচা

শিম পাতার রসে কবে লিখেছিলাম
সোনার বাংলা সুজলা সুফলা মনে নেই
আজ বাংলাদেশ বারুদঘ্রাণের প্রসব।
চৈ চৈ হাঁসেরা চরে জল কোলাহলে
দুপুরে পরিপাটি রোদ নাবে ঠিকানা বিহীন
আকাশ গাড়ি ছেড়ে পরিযায়ী উড়ে যায়
ওদের চিড়িয়াখানা কৈ ? হাঁসেদের আছে।
আমরা কেনো হাঁস হবো ..............!
উর্বর মাটি চষে     আধপেটো ভাষায়
গল্প বলে বলে       স্বাধীন কথায় !
পরিযায়ী ডানার শব্দ দুচোখে মেখে
চা-ভাপে খুঁজবো বেকুব দিশা (?)
 

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন