সিরিজকবিতাঃ
পতাকার আড়ালের শপথ
জিয়াউদ্দিন লিটন
রক্তসূর্য
রক্তাক্ত মাঠে শিউলি ফোটে,
ইতিহাসের বুক জুড়ে এখনো রক্তের গন্ধ,
তবু পতাকার ছায়ায় শোনা যায়—
অন্ধকারও মাঝে মাঝে আলো সেজে দাঁড়ায়।
শঙ্খ
ভোরের ধ্বনি জাগায় নাগরিক বিস্ময়,
এ প্রার্থনা কি স্বাধীনতার,
নাকি নতুন প্রাচীর গড়ার শপথ?
শব্দগুলো ভেসে আসে বাতাসে,
প্রতিটি শব্দই বহন করে দ্বিমুখী মানে।
নদী
বয়ে চলে সমুদ্রপানে,
তবু রাজনীতির হাতুড়ি কেটে দেয় তার বুক,
স্বপ্নের স্রোত আটকে যায় বাঁধে,
প্রতিটি তরঙ্গ গোপনে গান গায় স্বাধীনতার,
মুক্তির পথে সবচেয়ে বেশি কাঁটা থাকে।
শেকড়
দেশপ্রেম মানে ফিরে যাওয়া মাটির গন্ধে,
আত্মা ধোয়া ঐতিহ্যের স্রোতে,
কিন্তু ক্ষমতার খেলা আনে মালিকানা বদল,
প্রতিটি পাতা চুপচাপ বলে, সময়ের ধারায় যা হারায় ফিরে পাওয়া যায় না,
শেকড় হারালে গাছও নিজের থাকে না।
পতাকা
ওহে পতাকা, তুমি কার?
রাখালের, যে ভোরে বাঁশি বাজায়,
নাকি মুখোশপরা বাগ্মীর,
যে কথার জালে বোনে ভোটের ফাঁদ?
প্রতিটি রঙ চুপচাপ বলে ইতিহাসের গল্প,
পতাকা সবসময় কথা বলে না, শুনতে হয় হৃদয়ে।
ঋজু রেজওয়ান এর দশটি কবিতা পড়ুন এখানে
নাহিদ হাসান রবিন এর গল্প পড়ুন এখানে ক্লিক করে
ইমদাদুল হক মিলনের নুরজাহান উপন্যাস নিয়ে প্রবন্ধঃ পড়ুন
চানক্য বাড়ৈ এর কবিতা পড়ুন এই লিংক এ
ইমদাদুল হক মিলনের নুরজাহান উপন্যাস নিয়ে প্রবন্ধঃ পড়ুন
চানক্য বাড়ৈ এর কবিতা পড়ুন এই লিংক এ
বিনয় মজুদারকে উৎসর্গিত পিয়াস মজিদের কবিতা পড়ুন এখানে
ঈগল
রাজনীতি যদি হয় খাঁচা,
দেশপ্রেম হয়ে উঠুক ঈগলের উড্ডয়ন,
আকাশ ভরে যাক তার স্বাধীন ডানায়,
সত্যিকারের শপথ কেবল মুক্ত আকাশে লেখা যায়।
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks