বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭

হালচাল - আল মামুন মাহবুব আলম

হালচাল


বসে আছি নিয়ে কিছু আলা পাতা

পাশে বসা আছে এক 'থালা পাতা'।

আনি,দুই আনি

ভরে থালা খানি।

আলা পাতা কিনে কেউ, সেও বাঁকী!

থালা'য়ালা ঢের হাসেঃদিলো ফাঁকি?

এক দু’টাকা তে আলা পাতা কিনে,

দাঁতের ফোঁকরে নিয়ে,যা তা কিনে

খাসনে ফের,যা,

না খেয়ে টের পা...

বসে আছে ছেলে বউ,চাল.ডাল

মাছ কিনে,তবে...বাড়ি,হালচাল... ;

বোঝ হালচাল তবে,থালা'য়ালা হাসে,

রোদ-ঘামে নেয়ে ভবে আলা'য়ালা কাশে!

ঢাকা ২৬/০৪/২০১৬

রাত ০০ঃ৩০টা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন