বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭

বৃষ্টি ভেজা ফুল - মোহাম্মদ কবির সরকার

বৃষ্টি ভেজা ফুল

তাধিন তাধিন নৃত্যে নৃত্যে নতুন ছড়ার সৃষ্টি

কদমবনে ছন্দগানে ঝরলো খুশির বৃষ্টি ।

অঝর ধারায় শুরু হলো ইলশেগুঁড়ি বৃষ্টি

জলের খেলা টাপুরটুপুর মেলছে মায়া দৃষ্টি

কদম-কেয়ার মুকুল মাঝে বৃষ্টি খেলে ছন্দ,

ফোটা ফুলের পাপড়ি থেকে ছড়ায় মিষ্টি গন্ধ।

পাতার ডগায় ঢেউ খেলে যায় বৃষ্টি কোমল ছোঁয়ায়

ছন্দগানে আপন মনে প্রকৃতির গা ধোয়াই। 

ঘাসফুলেরা ভিজে ভিজে লজ্জায় কুটি কুটি, 

মহানন্দে ছন্দে ছন্দে আনন্দে খুনসুটি।

বৃষ্টি মেয়ের নূপুর বাজে নাচে  ঘনচুল

নূপুর তালে দোলে দোলে নাচে বনফুল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন