বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭

ফুল - পাখিদের চশমা - শিকদার বাসীর

ফুল-পাখিদের চশমা

রেশমা আমার মেয়ে; তাকে

বলি ডেকে বস মা,

আজকে নাকি আনবি কিনে

ফুল-পাখিদের চশমা ?

আমায় বলে হ্যাঁ বাবা!

আজকে আমার সঙ্গে যাবা

দেখবে কত সুশ্রী লাগে

ফুল-পাখিদের ঐ না বাগে!!

জানো বাবা; ফুল-পাখিরা

আগের মত নেই...!

সব আনন্দ কালের খেয়ায়

ভেসে গেলো সেই।

হরিৎ পাতার উড়াউড়ি

আগের মত দেখেনা,

তাদের নিয়ে কবিরাও

ছড়া বেশী লেখেনা।

গুলবালারা সুবাস নিয়ে

গুলিস্তানে ফুটেনা,

মৌমাছিরা মধুর খোঁজে

আগের মত ছুটেনা।

ঝাঁকে-ঝাঁকে আসমানে

পাখি আর উড়েনা,

মোবাইলের রিং এ জাগে

কলরব সুরে না।

চারিদিকের এই দূষণে

হারিয়েছে কৃষ্টি,

সেই ভাবনায় কেঁদে তাদের

লোপ পেয়েছে দৃষ্টি;

তাই'তো এমন চিন্তা করে

সিদ্ধান্ত নিলাম আজ,

ফুল-পাখিদের চশমা কিনে

দিলেই পাবে সব সাজ।

আনন্দেতে গাইবে পাখি

নাচবে দেখো ফুলে!

তাদের সাথে সুর মিলিয়ে

খেলবো দুঁলে-দুঁলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন