শনিবার, ১২ আগস্ট, ২০১৭

পথভ্রষ্ট কবিতা - রুপক চৌধুরী

পথভ্রষ্ট কবিতা

পথভুলে হেঁটে চলা কবিতা আমার

আজ লক্ষভ্রষ্ট,

মুক্তির তীর্যক নেশায় তার স্বাধীন

থাকার কথাছিল,

নির্ভীক হৃদয়ে বলবে স্বাধীনতার কথা,

একাত্তর, উনসত্তুর আর বাহান্ন,

অসংখ্য শহীদ,যোদ্ধাহত মুক্তিযোদ্ধা

আর বীরাঙ্গনাদের,

ইজ্জতের বিনিমেয়ে অর্জিত

বাংলার,

মহাকাব্য লেখার কথা গদ্য আর

পদ্যের ছান্দসিক সুষমায় ।

সালাম আর বরকতের বিচ্ছিন্ন মগজের,

শৈল্পিক ইতিকথার অগ্নিবীণা,

মাতৃভাষা বাংলার দাবিতে মরণ

নেশায় মত্ত চেতনার,

স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত নয় অক্ষরবৃত্তে

লিখবে জন্ম ঠিকুজী ।

সূর্যসেন,প্রীতিলতা

আর ক্ষুদিরামের স্বদেশ প্রেমের,

স্তুতিতে মাতোয়ারা কাব্যগ্রন্থ

লেখা হবে নতুন কোন ছন্দে,

সংখ্যালঘুদের অধিকার,শোষিতের

স্বাধীকার,

সাম্রাজ্যবাদ আর পরমানুবাদে আসক্ত

শাসকের,

রক্তচক্ষু উৎপাটনে কবিতা হবে

হাতিয়ার ।

অথচ কবিতা আজ স্বেচ্ছা পরাধীন,

নির্লিপ্ত প্রেয়সীর বন্ধ্যা

সাম্রাজ্যে,

ঠিক যেন অজ্ঞাতবাসে নিস্প্রভ

বৃহন্নলা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন