বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

তারুণ্য হোক - দীপ্তমান - রাহুল রায়

তারুন্য হোক-দীপ্তমান

তরুণ-তরুণীরা আছ কোথায়,শুনেছ কাব্য কথা,
তারুণ্যের মঞ্চে লিখছে কবি,নিওনা হিয়ায় ব্যাথা।
উদ্দাম-উদ্দীপ্ত তারুণ্যে ভরা তোমাদের মন-প্রান,
তারুণ্যের কন্ঠে গাওনা কেন অভেদ-সাম্যের গান?
মিথ্যা-কুসংস্কার জেনেও কেন বিবেক রাখ বন্ধ?
অন্যায় ভুলকে কেন ফুল ভেবে জ্ঞান-নয়ন রাখ অন্ধ?
বোবা হয়ে কেন ঘুমিয়ে আছ সরলতার মাঝে?
তারুণ্যের-প্রভা ছড়িয়ে দাও,তোমাদের সকল কাজে।
অবোধ-নিরক্ষরের মত কেন রয়েছ জ্ঞান-হীন?
হও জ্ঞানবান,গাও সাম্যের গান,বাজাও সাম্যের-বিন।
তারুণ্য দিয়ে ধ্বংস কর আগাছা আছে যত,
চিরন্তন-সত্যের উদঘাটন করতে থাক অবিরত।
ছিন্ন করতে কুসংস্কারের বাধ,হও জ্ঞান-দীপ্ত,
ধ্বংস কর কু-কর্ম আর অবিচারে, আছে যারা লিপ্ত।
অভেধ বানী শুনাও তোমারা, সমন করে দূর,
কন্ঠে তোমাদের ধ্বনিত হোক,অভেদ বানীর সুর।
কন্ঠে আরো ধ্বনিত হোক,জ্বালাময়ী ভাষন,
তাহা শুনে কম্পিত হোক, ঐ স্বৈরাচারীর আসন।
দুর্নিতীর কর্ম রুখতে তোমরা হও সচেতন,
তারুণ্যকে আজ জাগ্রত কর,থেকোনা অচেতন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন