বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭

রঙ থেকে - সাদাফ আমিন

রঙ থেকে

শুনেছি

শিশির নেই অরণ্যে, নেই মানুষের খবরে-

সেই শোকে

বিষণ্ন হাওয়ায় বয়ে যায় রোদ

শালিকের কবরে...

গহীন পরাণে যে চৈত্রের দেশ, হাওয়ার নদী;

রঙের বোতল থাকে যে বরফের ভিত্তে-

শুনেছি

মানুষ হয়ে

তার

মেঘ গেছে আগুন নামক কফিনের দূরত্বে...

অথচ

খুব দেখছি

সন্ধ্যা থেকে ক্ষুধার্ত ইঁদুরের

হরফে-

ধানের ওমে ধোঁয়াটে রঙ- শিশির হয়ে ছুঁড়ে ত ও বরফে...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন