বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭

বর্ণনা - ডঃ মিন্টু দেবনাথ

বর্ণনা 

তু‌মি কি বৃ‌ষ্টি,না‌কি প্রখ‌রিত জোছ্না।

তু‌মি কি চঞ্চল,না‌কি স্নিগ্ধ শ্রাবণ হাওয়া।

তু‌মি কি প্লাবন,না‌কি রিক্ত ধনুক ধাওয়া।

তু‌মি কি কোমল হৃদয় বে‌ষ্টিত,না‌কি ঝরণার বু‌কে জে‌গে থাকা ক‌ঠিন শিলা।

তু‌মি কি স্নে‌হের বাঁধ‌নে অাচ্ছিা‌দিত,না‌কি মুক্ত বিহ‌ঙ্গে উড়ে যাওয়া শা‌লি‌কের মেলা।‌তোমার দৃ‌ষ্টির অাবর‌ণে কি অাকা‌শের নীল ছড়া‌নো,

না‌কি শর‌তের বি‌কে‌লে গোধু‌লির অবছায়া।

তু‌মি কি উত্তাল তর‌ঙ্গের ঢেউ,

না‌কি তীর ঘেসা ঢেউ‌য়ের বালুকা বেলা।

অা‌মি বু‌ঝি‌নি,তবু যেন অব‌শিষ্ট,

অলক ধারার দৃ‌ষ্টিপা‌তে র‌হিয়‌া‌ছি দৃ‌ষ্টিহীন 

তোমা‌রে দে‌খিবা‌রে বাসনায়।

হয়‌তো কোন পুর্ণিমার চাঁদ,

তবু যেন মে‌ঘে ঢাকা।

অা‌মি মেঘ হ‌য়ে উড়‌তে চাই,

বৃ‌ষ্টি হ‌য়ে ঝর‌তে নয়।

অবর্ণনীয় উপমায় 

তোমা‌তেই দৃ‌ষ্টি যেন রয়।।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন