বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭

শ্রাবণের দিন - অজয় বৈদ্য অন্তর

শ্রাবণের দিন

স্নেহহীনের মতো শ্রাবণের রোদ আকাশে

শালিকের ঝাঁক শুয়ে আছে প্রকৃতির মাঠে।

টুপটুপ বৃষ্টিতে নির্জনে লোকালয় নিরব টহল

কপালে কোমল হাত রমণীর আলিঙ্গনে সিক্ত খাটে।

সোনালী ঘাসের বীজ আজ যেন গরবিনী

চোখে নিচ্ছে বৃষ্টির আকুল আদর।

জলকণা মিশে হাওয়া শ্রাবণের সোপানে

গোয়লীনী সন্ধ্যায় তুলে ধরে দুধের সর।

বুড়ো ঘরের বারান্দায় উবু হয়ে বারে চায়

তামাকের বদলতে পাতা বিড়ির চুরট খায়।

ঘরে বাঁধা গরুর গাড়ির চাকা বড়ই শান্ত

দালাল পাইকার বাড়ি ধান কিনে যায় আছে প্রতিক্ষায়।

সব সুন্দর লোকায় শ্রাবণের আড়ালে

স্মৃতি হয়ে থাকে বাতাসে  সুগন্ধের ঋণ।

ডাকে বালি হাঁস পাড়ে বিল্পবের ডিম

কাশ ফুলে বন্দী শ্রাবণের দিন এভাবে সঙ্গিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন