বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

তুমি এসেছিলে - শ্রীলেখা চ্যাটার্জি

তুমি এসেছিলে 

তুমি এসেছিলে ! রাজপথ পেরিয়ে জনতার প্রাঙ্গনে ;                           
হরিত্ দ্রুমদলে মাড়িয়ে মাড়িয়ে আকাশের অঙ্গনে!                     
ধূসর কাশে ঢাকা মেঘের তরনী বেয়ে ,
হাওয়া কেটে কেটে এসেছিলে সোণালী সন্ধ্যা চেয়ে ! 
তুমি এসেছিলে রাতের গোপন বেদনে ;
রূপালী চাদরে ঢাকা অরণ্য বয়ানে ;
না বলা কথারা ফিরে ফিরে মাথা কোটে 
অস্ফুট আর্তনাদে গুমরি ফুঁপিয়ে ওঠে |
তুমি এসেছিলে , রক্ত স্নানে অংশ নিয়ে ,
রৌদ্র সেবনে ,মরু পিঙ্গল দ্রোহজা জিনিয়ে |
নিরাধর ফেনিল তরঙ্গে নাগিনীর ছকে  ;
ছোবলে ছোবলে পাড় ভেঙে পাড় এঁকেছিলে নীল রকে ! 
তুমি এসেছিলে ঐ ক্লান্ত তমসার ক্ষত বিক্ষত বক্ষে ,
দেখেছিলে ,নিশীথিনী লাজ লুণ্ঠিত তপ্ত শোণিত চক্ষে |
তোমার চরণে বয়ে যায় ভিজে মাটির গন্ধ ;
তুমি মুক্ত ; তুমি অবন্ধ ! 
তুমি পূণ্যতোয়ায় অবগাহিত |
হাজার বছরের ক্লান্ত ইতিহাস -- হাসি কান্নায় নির্ঝরিত ;
অজানার বুকে পাঁজর পিঞ্জরে ধাইছো উধাও উন্নিত !
কোথায় এ চলার শেষ ?
অসীম শূন্যের অচেনা কোনো জীবন্ত বলয় ?
শুধু জলে মোড়া অথৈ পারাবার নির্নিমেষ !
ছুটে চলো পথহারা ,দিশেহারা সর্ব্বহারার মত !
তোমার আদিতেই পৌঁছে দেবে তোমার শেষ ঠিকানা --- চূড়ান্ত ||
                                        

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন