বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

খেলারাম খেলে যা - সৈয়দ রনো

খেলারাম খেলে যা

কয়েক বছর আগের দেখা
সেখান থেকে গল্প শেখা
এখন সবাই চুপ
খেলার মাঠে ঝগড়া বিবাদ
তখন ছিলো খুব।
ইচ্ছে মাফিক ফাউল করে
ঠ্যাং ভেঙ্গেছে গায়ের জোরে
কানায় দিতো বাঁশি
লাইসম্যান কয় সব দেখেছি
রেফরি দলের দাসি।
এক খেলাতে ফাউল হলে
অন্য খেলায় ফাউল ধরে
ইচ্ছে স্বাধীন কাজ
খেলার মাঠের রাজনীতিতে
মাথায় পরে বাজ।
খেলা দেখে মন্ত্রী হাসে
হচ্ছে খেলা চাড়াল দাসে
সব খেলোয়ার চুপ
বোবার মুখে ভাষণ শুনে
আনন্দ পায় খুব।
ভোটের মাঠে ভোটার কাদে
আম জনতা আটকে ফাদে
লজ্জাতে লাল মুখ
মামলা ভয়ে আতঙ্কিত
অনাহারির বুক।
খেলার ড্রেসে লাল স্যালোয়ার
মুক্ত আছে এক খেলোয়ার
চাপরাশি দেয় গোল
রেফরি বলে একাই খেলুক
কীসের হট্টগোল।
শর্ত ছিলো গোল দেওয়াতে
অট্টহাসি মানা
বিজিত দল শর্ত ভেঙ্গে
দিচ্ছে ঘরে হানা।
রেফরি বলে হাত পা বেঁধে
জিতলি তোরা ছলে
এখন কেন মারিশ ওদের
ধার করা সেই বলে।
মন্ত্রী হয়ে ঠ্যাং তুলে যেই
জোরসে মারে হাচি
দুর্বল কয় বোম ফেটেছে
কেমনে এখন বাঁচি।
রাত পুহাতেই জলের ভেতর
ফসকে গেলো পা
রেফরি বলে উচিৎ বিচার
মরার খাওয়া খা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন