বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

সবুজ ঘরে - জহিরুল কায়সার তালুকদার

সবুজ ঘরে

 

তারার নায়ে পাল টানিয়ে উড়ছো তুমি কোন গ্রহে,

উত্তাল ঢেউয়ে অশ্ব বেগে চলছো কোথা কোন দ্রোহে।

কণ্ঠে কেন বজ্রে কেবল ধিক্কার ভরা কাব্য ধ্বনি,

বীনায় কেন তান বাজেনা মঙ্গলে সব অমার শনি। 

ঝর্ণায় কেন জল ঝড়েনা গভীর তলে রুবি নাচে, 

ভোমর কেন নিরাশ ফিরে শুল ফুটিয়ে ফুলের গাছে।

জবা ফুলের লাল রঙ্গেতে হাসছে কেন মেঘের কালি, 

সবুজ মাঠে সোনার ক্ষেতে জ্বলছে কেন সরষে বালি।

শূণ্য ছোঁয়া পাহাড় ভেঙ্গে গড়ছে কেন মাঠের ভূমি, 

সাগর পেটে বালি জমে হচ্ছে কেন গগন চুমী। 

দিক বিদিকে ভুগছে সবাই অর্থ নামের কঠিন জ্বরে, 

বলতে পারো এমন কেন ঘটছে আজি সবুজ ঘরে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন