শনিবার, ১২ আগস্ট, ২০১৭

প্রেমের কবিতা - আতাউর রহমান রোদ্দুর

প্রেমের কবিতা

ছোঁয়াচে একটি বিকেল ছড়িয়ে গেল
                                   সমস্ত বিকেলে
একমাথা মেঘ ভালোবেসে
অতিক্রম করি বেশ ক'বছর, নদীর মতো এগিয়ে যাই
রাতভর্তি কোমল যন্ত্রণা বিকেলের গাঢ় তৃষ্ণা
প্রচণ্ড খিদে নিয়ে গড়াতে গড়াতে
সকাল
দুপুর
বিকেল
গিয়ে  দাঁড়ায় মুখস্থ বারান্দার
মৃদু কাঁপতে থাকা ভাষাহীন কবন্ধ শরীরে ;
তলিয়ে চলেছি আমি মধুর ক্ষতের গহীন গহ্বরে
সন্ধের ঠিক পরে দৃশ্য মুছে যায়
বন্দরে ডেকে ওঠে দূরগামী জাহাজ...
গুচ্ছ কবিতায় চোখ ডুবে যায়
নদীতীরে হাঁটে শব্দের পা,
এভাবে সকাল হলে
পাশের বাগান থেকে হেঁটে আসে গোলাপের ঘ্রাণ
সেই দুটো চোখ যত্ন করে
                      পথের বিদ্যা শেখায়
প্রতি শেষ দেখার শেষে
আবার নতুন করে মুখস্থ করে যোগের নামতা
                                  পায়ের আঙুল
হয়তো বাড়তি বিশ্বাসে ভাসে বসন্তদিনের ঢেউ
কেমন করে বলতে হবে ভালোবাসি !
আদতে শিখি নি সে ভাষা
সাদা কাগজে হৃদয় ঢেলেছি প্রতি রাতে,
বাড়ির নীচে, সজাগ জানলায় বেঁধে দিয়েছি চোখ,
নিভিয়ে ফেলা আলোর বিপরীতে প্রেমের ছায়া...
তিরতির করে উড়ে গেল অপরাহ্নের হাওয়া
পশ্চিমে ঢলে পড়া আলো ছাপাল তার
শেষ পদচিহ্ন ধুলোর প্রচ্ছদে ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন