বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

চাকমা - ইন্দ্রনীল ব্যানার্জী

চাকমা 

চাকমাদের চিতার নিভু আঁচে 

রক্ত মাখা নতুন পৃথিবীতে 

সোনার বাংলার জননীর জঠরে 

আলোর স্তুপ পেরিয়ে 

উড়িয়ে দিয়েছ তোমাদের বিজয় ধ্বজ I 

এযাবত সব ধংসের ইতিহাস থেকে জেনেছি 

ধংসের প্রাক মুহূর্ত ঠিক এমনই হয় 

যেখানে মানুষের অন্তর্বাসের উষ্ণতা বেড়ে যায় ,

বেড়ে যায় বৃষ্টির নাভির গভীরতা I 

যেখান থেকে উঠে আসে 

ঘুর্নিঝড়ের যাবতীয় উপাদান I 

আগামী পুজো সংখ্যায় 

ঢাকাই জামদানী পরে ফুল ছড়িয়ে দিও 

পাহাড়ের গায়ে ঝরনার অঙ্গ-সুবাসে I 

আর নথ পরিয়ে সভ্যতার রাজ্যাভিষেক কোর 

মমিদের শহরে ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন