বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

ভাষার জন্য প্রতিবাদ- নাজমুল কবির

ভাষার জন্য প্রতিবাদ 

সবুজের মাঝে লাল বৃত্ত

        বৃত্তের মাঝে শহীদের চিত্ত

                তিরিশ লাখ শহীদের রক্ত

        লাল সবুজের পতাকা এঁকে বুকে

        নূর হোসেন হবো ভাষার আলোকে...

মিছিল হবে, যেতে হবে ভাষার মিছিলে

        কে আছো যাবে তোমরা কি দিলে

                 আছি পরিসংখ্যানের যাঁতাকলে

        ভাষা রক্ষার, ভাষা স্বাধিকার আন্দোলন

        বুকের মাঝে লিখো স্বাধিকার আন্দোলন...

হুংকার তোলো কণ্ঠে, জাগো নওজোয়ান

        দুর্বার গতিতে চলো হও আগুয়ান 

                  প্রতিরোধ-প্রতিবাদ থাক চলমান

        কণ্ঠরোধকারী হোক সে কোনো তাবেদার

        বজ্রকন্ঠে হুংকার তোলো রুখো অবিচার।

প্রতিরোধ প্রতিবাদ গড়ে তোলো প্রতিটি ঘরে

রুখে দাও ভাষা পরিবর্তন সকলে মসির আঁচড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন