বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

এইসব গল্প - রায়ান নূর

এইসব গল্প
     
ভাঙা আয়নায় দেখছ তুমি
ছেড়া আঁচলের রঙে
রেললাইনের পাশে পুরুষটি এখনও অপেক্ষা করে
রাত্রিদিন, নানা সঙে
আজও তাকে অবহেলা কর নাঙ-হার্মনগরে
বিচলিত পাখির মতো তার ডানা ঝরে
বুভুক্ষু মদে কবেকার ঘুম ভেঙে
জেগে আছে সে অতিথি ৷
কলোনী ঘুমিয়ে ফেলে গেছে স্বপ্নের স্বাদ
মৃত্যুর মহামারী, পূর্ণ তিথি
আজও সোনালী সালুতে রেঙে
বয়ে যায় জীবনের খাটিয়া
পদে পদে তার নেই অবসাদ;
পাড়ায় গঞ্জে আজও অপেক্ষা করে
মানুষ শোনে আনন্দ পায়, কবে কে
তার মহলে রেখেছে ষোলশত দাসী
তৃষ্ণা তার জাগায় রেললাইনের পাশে 
ট্রেনের শব্দে জাগে হারেমের স্বপ্ন
নারী দেখে তার সেই পুরনো প্রেমিক
গোধূলির রঙে ম্লান হয়ে গেল
পাড়ায় চলেছে তারি হুলিয়া ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন