বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

অতঃপর - রেবেকা ইসলাম

অতঃপর

অতঃপর সব ইতিহাস হয়ে গেল

ফ্রেমে বাঁধানো ছবির স্মৃতিকাতরতা

বইচাপা ফুলের শুকনো হরিদ্রাভ সুখ

ছোট ছোট চিরকুটের অবুঝ আহ্বান

ডায়েরির পাতায় শব্দের বুনন

আকাঙ্ক্ষিত দীর্ঘ বাক্যের চাষাবাদ

পাতায় পাতায় কলমের কোলাজ 

শিরোনামহীন কবিতার সুখ-স্বাদ

কখনো অভিমানের জলসিঁড়ি নদী

সব টুকরো টুকরো হয়ে গেল

পড়ে রইল অবহলায় মলিন বাস্কেটে

এক অপয়া তামাটে দুপুরে

পুরো একটাদিন,চব্বিশ ঘন্টা

তারপর পথ হারাল পথের বাঁকে

অন্ধ বধির হয়ে

অতঃপর সব ইতিহাস হয়ে গেল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন