বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

দুটি কবিতা - সিদ্দিক প্রামানিক

সুপার মডেল

স্বপ্নে দেখি- শ্রীমতী কালির হাতে খড়্গ নাই, 

নাই অনুশোচনার জিহ্বা, অথচ

আমার বুকে পা রেখে তিনি 

সটান দাঁড়িয়ে আছেন।

মেকাপ শেষ হলে ক্যামেরা রেডি, 

এখন তিনি ফর্সাকারী ক্রিম আর জীবাণুনাশক সাবানের বিজ্ঞাপনে যাবেন

দুঃখবাদী

একজোড়া স্যান্ডেল যাকে আমি দম্পতি বলি, 

একদিন সকালে দরজা খুলেই দেখি, নাই।

বাড়ি থেকে হারিয়ে গেছে। 

তাতে অবশ্য সামাণ্যই দুঃখ হলো আমার। 

আবার একদিন দরজা খুলে দেখি, 

স্যান্ডেলের একপাটি হারানো গেছে আর 

অন্যটি পায়ের অপেক্ষা করে আছে দরজায়। 

নিঃসঙ্গ, অপেক্ষমান এই স্যান্ডেলের আর্তনাদ 

ক্রমশ  আমাকে পেয়ে বসে। 

ফলে, আমি উত্তরোত্তর দুঃখবাদী হয়ে উঠি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন