শনিবার, ১২ আগস্ট, ২০১৭

কবিতা চায় সবুজ মানুষের মুখ - দালান জাহান

কবিতা চায় সবুজ মানুষের মুখ

কবিতা চায় ক্রোধ,

জ্বলন্ত বনভূমিতে মাথা তোলা-

সবুজ মানুষের মুখ,

ধপধপে উজ্জ্বল আলোয় কম্পমান-

সরুভূমির অন্ধকার ।

কবিতা চায় নির্বাসন,

নিষ্ঠুর যন্ত্রণার ভুক্তভোগী ব্যারিকেড, 

উদ্বাস্তু জীবনের দুর্দশার আগুন, 

আদ্র বেদনায় দুর্লভ আবেগে মরা-

বৃষ্টিস্নাত মৃদুহাসি বিনম্র দৃষ্টি ।

কবিতা চায় সংগ্রাম, 

পাথরে বাঁধা কাঠগড়া,

মোহগ্রস্ত পৃথিবীর শোষণের শৃঙ্খল, 

ক্ষুধার গন্ধে উড়া-

মাটিচাপা মানুষের গান ।

কবিতা চায় প্রেম,

জলের অক্ষরে লেখা অমিয় নাম,

বেদনাদীর্ণ কান্নার পাহাড়,

শব্দের যন্ত্রণায় কারারুদ্ধ কণ্ঠে-

উঠে আসা হতাশার রক্ত-কাশি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন