শনিবার, ১২ আগস্ট, ২০১৭

শহরতলীর কাব্য - বর্ণালী চ্যাটার্জ্জী

শহরতলীর কাব্য

ফিরে দেখা মানে একরাশ কল্পনায়; 

কাকভেজা স্টেশনে ভিজে চুপচুপ বাড়ি ফেরা,

অসহায়ভাবে তাকানো দৃষ্টি আর পাতাঝরা।

ফ্যালফ্যাল করে ঘুরে বেড়ানো নন্দন চত্বরে।

মেট্রোয় পা ফসকানো,হাত ধরা।

ভিক্টোরিয়ার পাশ কাটিয়ে ময়দানে স্বস্তি।

দে ছুট ঘোড়া গাড়ি স্বপ্নেই মশগুল,

কর্ণফিল্ড রোডে অবিরাম হেঁটে চলা।

ভালো লাগা মানে সিসিডির চেয়ে দেখা,

বইপাড়ায় দু'জনেই আসলে একা।

একলাফে প্রিন্সেপ-ঘাট চেনা জানা,

পিছু ফিরে ব্যর্থ লুকোনোর প্রয়াস,

ভালোলাগা মানে সাইকোলজির ক্লাস।

পিছুফেরা মানে কান্না জড়ানো কফিহাউজ,

অকারণ তর্ক,কথাবন্ধ রোজ রোজ।

ট্রাম ধরে দলছুট পাগলামো চাই।

অভিমান করা চারটে তীব্রতা;

গাছের নীচে ক্ষমা আর একুশটা অজুহাত।

আবেগ মানে ফাঁকা মাঠ,

পরন্ত বিকেলে একসাথে সন্ধ্যে হতে দেখা।

অনুভুতি জট খোলে ভালোবাসায় এসে

ভালোবাসা মানে আইনক্সের আংটি বদল সেই বিষম ঝড়ে;

ততোক্ষণ একা থাকাই শ্রেয় যতক্ষণ বৃষ্টি না পড়ে।

                   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন